পুনরায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারি হলেন জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম ও জিএস আব্দুল আলীম আরিফ।
গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় নতুন কমিটি ঘোষণা করা হয়। ২০২৬ সেশনের জন্য এ কমিটি গঠন করা হয়েছে বলে জানা গিয়েছে।
নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন জকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক মো. ইব্রাহীম খলীল। যিনি আগের কমিটিতে অফিস সম্পাদকের দায়িত্বে ছিলেন।
আগের কমিটির সাংগঠনিক সম্পাদক মো: জাহেদকে কেন্দ্রের জনশক্তি হিসেবে স্থানান্তর করা হয়েছে।
জানা যায়, জবি শিবিরের অফিস কবি মতিউর রহমান মল্লিক অডিটোরিয়ামে এ সেটাপ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় শিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ, আন্তর্জাতিক সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী ও বিতর্ক সম্পাদক আসাদুল ইসলাম।
এদিকে ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ স্বাক্ষরিত একবিবৃতিতে বলা হয়, ২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নির্বাচন এবং সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক মনোনয়ন সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. রিয়াজুল ইসলাম এবং সেক্রেটারি হিসেবে আব্দুল আলীম আরিফ ও সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহীম খলীল মনোনীত হয়েছেন।
আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের নিয়ে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।
২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষ্যে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোট গণনা শেষে সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সর্বাধিক ভোটপ্রাপ্ত মো: রিয়াজুল ইসলামকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।
সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মো: রিয়াজুল ইসলাম শাখা সেক্রেটারি হিসেবে আব্দুল আলীম আরিফ ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মো: ইব্রাহীম খলীলকে মনোনীত করেন। পরিশেষে, দোয়া ও মুনাজাতের মাধ্যমে সদস্য সমাবেশ সমাপ্ত হয়।