ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্রসংসদ ডাকসু’র স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় আব্দুল্লাহ আল মিনহাজকে সংবর্ধনা দিয়েছে গফরগাঁও ফোরাম ঢাকা। শনিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরম খাঁ অডিটরিয়ামে এই সংবর্ধনা দেওয়া হয়। ৩৬ জুলাই আহত যোদ্ধা, আব্দুল্লাহ আল মিনহাজ ঢাকা বিশ্ববিদ্যালয় (ডাকসু) স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নির্বাচিত হয়।

গফরগাঁও ফোরামের সভাপতি ইব্রাহীম মন্ডলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মন্ত্রী পরিষদের সিনিয়র সহকারী সচিব মো: সাদিকুর রহমান, বাদশা ফয়সল ইনষ্টিটিউটের প্রিন্সিপাল লেফটেন্যান্ট কর্ণেল ( অব:) ড.মাকসুদুল হক পিএসসি, সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল হামিদ, গফরগাঁও ফোরামের সাবেক সভাপতি ও সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট আশরাফুজ্জমান, সহসভাপতি মাওলানা শিব্বির আহমদ, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার মহাসচিব অধ্যক্ষ মো: একরাম উল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী মো: মোতাসিম বিল্লাহ, সহকারী সেক্রেটারী ইঞ্জিনিয়ার মোতাহার হোসেন,পরিচালনা পরিষদ সদস্য নজরুল ইসলাম, ইয়াকুব আলী জুলমতী,ফাহিম ফারুকীসহ আরো অনেকেই।

সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা জুলাই যুদ্ধে আহত ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ মিনহাজকে গফরঁগাওয়ের কৃতি সন্তান হিসেবে অভিহিত করে ক্রেষ্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। উপস্থিত সবাই তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। আব্দুল্লাহ আল মিনহাজ অনুভূতি ব্যক্ত করে বলেন, যত ব্যস্ত থাকি না কেন ‘এলাকার মানুষের জন্য কাজ করে যাবো’ ফোরামের সেক্রেটারি রায়হান উদ্দিনের উপস্থাপনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা শামসুল হুদা। সংগীত পরিবেশন করেন টিভি, বেতারের শিল্পী আবদুল্লাহ বিন ফয়েজ। প্রেস বিজ্ঞপ্তি।