DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

শিক্ষাঙ্গন

বাউবিতে গাড়ি চালকদের জন্য "নিরাপদ গাড়ি চালনা ও শিষ্টাচার" কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত "নিরাপদ গাড়ি চালনা ও শিষ্টাচার" বিষয়ক একদিনব্যাপী প্রেষণামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাউবির গাজীপুরস্থ শিক্ষক সেমিনার হলে অনুষ্ঠিত এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের গাড়ি চালক ও তাদের সহকারীরা

স্টাফ রিপোর্টার, গাজীপুর
Untitled

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত "নিরাপদ গাড়ি চালনা ও শিষ্টাচার" বিষয়ক একদিনব্যাপী প্রেষণামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাউবির গাজীপুরস্থ শিক্ষক সেমিনার হলে অনুষ্ঠিত এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের গাড়ি চালক ও তাদের সহকারীরা অংশ নেন।

কর্মশালার প্রধান অতিথি ছিলেন বাউবির ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম। তিনি বলেন, "নিরাপদ গাড়ি চালনার জন্য সুস্থ দৃষ্টিশক্তি ও মানসিক প্রশান্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শৃঙ্খলা ও শিষ্টাচার মেনে গাড়ি চালানো হলে দুর্ঘটনার ঝুঁকি হ্রাস পায়।" তিনি আরও বলেন, "শিষ্টাচার শুধু ব্যক্তি জীবনে নয়, সামাজিক ও পেশাগত ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।"

কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিসির জিএম (আইসিডব্লিউএস ও প্রশিক্ষণ) ফাতেমা বেগম, যিনি "নিরাপদ গাড়ি চালনা" বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন, এবং বাউবির প্রশাসন বিভাগের যানবাহন শাখার যুগ্ম-পরিচালক মোঃ মেজবাহ উদ্দিন, যিনি "শিষ্টাচার" বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান। এছাড়া কর্মশালায় উপস্থিত ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মামুনূর রশিদ।

বাউবির গাজীপুর ক্যাম্পাসে কর্মরত মোট ৩৩ জন গাড়ি চালক ও চালকের সহকারী কর্মশালায় অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ কর্মশালায় অংশগ্রহণকারীরা নিরাপদ গাড়ি চালনার কৌশল ও শিষ্টাচার সংক্রান্ত বিষয়গুলো সম্পর্কে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করেন।