দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস বলছে, অন্তত পাঁচদিনের মধ্যে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) প্রকাশিত পূর্বাভাসে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
একই সঙ্গে কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা: রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা রয়েছে। এ সময় তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর): উত্তরাঞ্চল (রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট) বেশি ভিজতে পারে, অন্যদিকে ঢাকা ও দক্ষিণাঞ্চলে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর): রংপুর ও রাজশাহীতে বেশি বৃষ্টি হতে পারে, অন্য বিভাগগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
শনিবার (২০ সেপ্টেম্বর): দেশের উত্তরাঞ্চলের পাশাপাশি কয়েকটি দক্ষিণাঞ্চলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে তাপমাত্রা খুব একটা পরিবর্তিত হবে না।
আগামী পাঁচদিনে দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টি অব্যাহত থাকবে। কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকলেও তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন দেখা যাবে না।