বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ এবং অমাবস্যার প্রভাবে সমুদ্র বর্তমানে অস্বাভাবিকভাবে উত্তাল। এর ফলে দেশের উপকূলীয় ১৫টি জেলা ও আশপাশের দ্বীপ-চরাঞ্চলে ১ থেকে ৩ ফুট উচ্চতার বায়ুপ্রবাহজনিত জলোচ্ছ্বাস দেখা দিতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (২৬ জুলাই) আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অমাবস্যার প্রাকৃতিক প্রভাব এবং সক্রিয় নিম্নচাপের কারণে উপকূলীয় অঞ্চলগুলোতে স্বাভাবিক জোয়ারের চেয়ে অধিক উচ্চতার পানি প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে।

প্রবণ জেলাগুলোর মধ্যে রয়েছে: সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ভোলা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম এবং কক্সবাজার। এসব জেলার পাশাপাশি সংশ্লিষ্ট দ্বীপ ও চর এলাকাও বন্যার পানিতে প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে নিম্নচাপটি পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন ঝাড়খণ্ড অঞ্চলে অবস্থান করছে এবং এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে যেতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরজুড়ে বায়ুচাপের তারতম্য সৃষ্টি হয়েছে, যা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা তৈরি করছে।

এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তাল সমুদ্র পরিস্থিতির কারণে উপকূলীয় জলসীমায় অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।