প্রাকৃতিকভাবে দলবদ্ধভাবে চলাফেরা করা মাছেরা এখন একাকী হয়ে পড়ছে—আর এর জন্য দায়ী পরিবেশে ছড়িয়ে পড়া কীটনাশক। সাম্প্রতিক এক বৈজ্ঞানিক গবেষণায় উঠে এসেছে, কীটনাশকের দূষণ মাছের স্বাভাবিক সামাজিক আচরণ মারাত্মকভাবে ব্যাহত করছে, যা জলজ পরিবেশের ভারসাম্যের জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠছে।
অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস-এর গবেষকরা ১১টি মাছের প্রজাতিকে ঘিরে ৩৭টি গবেষণার তথ্য বিশ্লেষণ করে এই চিত্র তুলে ধরেছেন। তারা দেখতে পান, কীটনাশকের সংস্পর্শে এলে মাছ দলবদ্ধ হয়ে ঘোরাফেরা, সঙ্গী খোঁজা কিংবা বাসস্থান রক্ষার মতো স্বাভাবিক আচরণে আগ্রহ হারাচ্ছে।
গবেষণার প্রধান গবেষক কাইল মরিসন বলেন, “এটি এক ধরনের নিঃশব্দ বিপর্যয়। বাইরে থেকে হয়তো বোঝা যায় না, কিন্তু ধীরে ধীরে এটি পুরো একটি জলজ বাস্তুতন্ত্র ভেঙে ফেলতে পারে।”
গবেষণায় আরও বলা হয়, কীটনাশকের প্রভাবে মাছের প্রজনন আচরণ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সঙ্গী বেছে নেওয়া, মিলনে আগ্রহ এবং আত্মরক্ষার প্রবণতা—allই কমে যাচ্ছে। এতে ভবিষ্যতে অনেক মাছের প্রজাতি বিলুপ্তির মুখে পড়তে পারে।
সাধারণত মাছেরা দলবদ্ধ হয়ে চলাফেরা করে শিকারিদের হাত থেকে রক্ষা পায়। কিন্তু দলছুট হয়ে গেলে তারা শিকারির কাছে সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হয়। বিশেষ করে কীটনাশক গ্লাইফোসেট মাছের মস্তিষ্ক ও হরমোন ভারসাম্যে এমন প্রভাব ফেলে, যার কারণে আচরণগত পরিবর্তন ঘটে যাচ্ছে।
ট্রাক্টর কিংবা বিমান থেকে ছিটানো কীটনাশক বাতাসে ছড়িয়ে পড়ে এবং বৃষ্টির মাধ্যমে তা নদী, খাল, হ্রদ এমনকি সমুদ্র পর্যন্ত পৌঁছে যায়। এই পানি থেকেই মাছের দেহে রাসায়নিক প্রবেশ করে—মুখ, গিল এবং খাদ্যের মাধ্যমে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই কীটনাশকের বেশিরভাগই প্রাণঘাতী নয়, কিন্তু ‘সাব-লেথাল’ মাত্রায় দীর্ঘমেয়াদি ক্ষতি করছে, যা মাছের আচরণে ধীরে ধীরে মারাত্মক প্রভাব ফেলছে।
অস্ট্রেলিয়াসহ অনেক দেশেই এখনো হাজার হাজার কীটনাশক অনুমোদিত, যেগুলোর অনেকগুলোই ইউরোপীয় ইউনিয়নে নিষিদ্ধ। পরিবেশ ও প্রাণীবান্ধব বিকল্প ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে মাছের দলবদ্ধতা তো হারাবেই, এর সঙ্গে হুমকিতে পড়বে সমগ্র জলজ জীববৈচিত্র্য।
গবেষকরা বলছেন, পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থায় রূপান্তর এবং কীটনাশক ব্যবহারে কড়া নিয়ন্ত্রণ ছাড়া এই বিপর্যয় ঠেকানো সম্ভব নয়। না হলে এক সময় আমাদের নদী, হ্রদ, এমনকি সাগরেও আর দেখা যাবে না মাছের চিরচেনা দলবদ্ধ চলাচল।
তথ্যসূত্র : দ্য কনভারসেশন