DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

পরিবেশ

আবহাওয়া নিয়ে যে বার্তা দিলো

মঙ্গলবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা থাকলেও রাতে সামান্য কমতে পারে।

অনলাইন ডেস্ক
56666-67c6907833bbb

আবহাওয়া অধিদপ্তর আভাস দিয়েছে লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর ফলে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে আগামী তিন দিন রাতের তাপমাত্রা কমবে।

মঙ্গলবার ( ৪ মার্চ ) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা থাকলেও রাতে সামান্য কমতে পারে।

এ ছাড়া আগামীকাল বুধ ও পরদিন বৃহস্পতিবারও একই পরিস্থিতি বিরাজ করবে বলে সংস্থাটি জানিয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এ সময় তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।