বঙ্গোপসাগরে ক্রমেই শক্তি সঞ্চয় করছে ঘূর্ণিঝড় ‘মন্থা’। ঝড়ের প্রভাবে ভারতের অন্ধ্রপ্রদেশসহ আশপাশের এলাকায় শুরু হয়েছে প্রবল বর্ষণ, যা বুধবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ‘মন্থা’ ঘণ্টায় প্রায় ১১০ কিলোমিটার বেগে বাতাস সৃষ্টি করছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যার দিকে এটি অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
ঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশ ছাড়াও তামিলনাড়ু ও ওড়িশায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। উপকূলীয় এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের।
প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে তিন রাজ্যেই শুক্রবার পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে। বেশ কয়েকটি ট্রেনের সময়সূচিও বাতিল করা হয়েছে।
ওড়িশার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষতি কমাতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি নাগরিকদের আতঙ্কিত না হয়ে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।