শনিবার বেলা ২টা ২৭ মিনিটে রিখটার স্কেলে ৩ দশমিক ৫ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয়েছে যশোরের মনিরামপুর উপজেলায়। সাত দিনের ব্যবধানে দ্বিতীয় দফা এবং দুই সপ্তাহের মধ্যে তৃতীয়বার এই ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র সূত্র জানিয়েছে, শনিবারের ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মনিরামপুরেই।
আবহাওয়া ও পরিবেশ
দেশে চলতি মাসে তৃতীয় দফায় ভূমিকম্প অনুভূত
শনিবার বেলা ২টা ২৭ মিনিটে রিখটার স্কেলে ৩ দশমিক ৫ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয়েছে