নরসিংদীর মাধবদীতে ভূমিকম্পের ২৪ ঘণ্টা না পেরোতেই গাজীপুরের বাইপাইলে আবারও কম্পন রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র।

শনিবার (২২ নভেম্বর) সকাল ১০ টা ৩৬ মিনিটে এই কম্পন রেকর্ড করা হয়। ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রে দায়িত্বরত পেশগত সহকারী নিজাম উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'এটি একটি মাইনর ভূমিকম্প। এর উৎপত্তিস্থল বাইপাইল।' রিখটার স্কেলে এর মাত্রা ছিল তিন দশমিক তিন।

স্থানীয় আবহাওয়া অফিস জানায়, মাত্রা কম হওয়ায় এটি খুব সীমিত পরিসরে অনুভূত হয়েছে এবং ভূমিকম্পজনিত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বাইপাইল, গাজীপুর ও সাভার অঞ্চলের অধিকাংশ মানুষই এই কম্পন টের পাননি। নিত্যদিনের কাজে ব্যস্ত থাকা সাধারণ মানুষের মধ্যে কোনো ধরনের আতঙ্কও তৈরি হয়নি।

জেলা প্রশাসনের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান— আমরা বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করেছি। টিভিতে ভূমিকম্পের খবর প্রচারিত হলেও এলাকাজুড়ে কোনো প্রকার প্রভাব পড়েনি। ৩.৩ মাত্রার এই ভূমিকম্প এতটাই মৃদু ছিল যে মানুষ সেটি অনুভবই করতে পারেনি।

বিশেষজ্ঞদের মতে, ৩ মাত্রার আশপাশের কম্পনকে সাধারণত মাইক্রো–ভূমিকম্প বলা হয় এবং এটি অবকাঠামো কিংবা জনজীবনে প্রায় কোনো প্রভাব ফেলে না।

জেলা প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা ঝুঁকির তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে জানানো হবে।

এর আগে গতকাল সকালে ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এতে দুই শিশুসহ ১০ জন প্রাণ হারিয়েছেন।

এর মধ্যে ঢাকায় চারজন, নরসিংদীতে পাঁচজন ও নারায়ণগঞ্জে একজন মারা গেছেন। এছাড়া বিভিন্ন জেলায় কয়েকশ মানুষ আহত হয়েছেন।