ঢাকায় চলমান তীব্র তাপপ্রবাহ আরও ভয়াবহ রূপ নিয়েছে। রবিবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা এই বছরের মধ্যে সর্বোচ্চ। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজধানী ঢাকা, রাজশাহী, খুলনা, চুয়াডাঙ্গা, যশোরসহ দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। গরমে নাজেহাল সারাদেশের মানুষ। কোথাও স্বস্তি নেই। ভোর কিংবা রাতেও গরমের তেজ কমছে না। টানা তিন দিন ধরে এমনই তাপদাহে চলছে। নেই বৃষ্টির দেখাও।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই তাপপ্রবাহ আরও কয়েক দিন স্থায়ী হতে পারে। সেজন্য সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এর পাশাপাশি প্রচুর পানি পান করা, হালকা খাবার খাওয়া এবং সরাসরি রোদের সংস্পর্শ এড়িয়ে চলার কথাও বলছেন তারা।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিন তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। বর্তমানে যশোর, চুয়াডাঙ্গা, টাঙ্গাইল, রাজশাহী ও খুলনা বিভাগে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বা তার ওপরে রয়েছে। ঢাকায়ও অতি তীব্র তাপপ্রবাহ বইছে। এলাকাভেদে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কাছাকাছি কিংবা ছুঁইছুঁই অবস্থা বিরাজ করছে। এমন পরিস্থিতি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।