পরিবেশবান্ধব কৃষি গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে অনন্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পেয়েছে “জাতীয় পরিবেশ পদক ২০২৪। পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন ক্যাটাগরিতে এই মর্যাদাপূর্ণ পদকটি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে বারিকে প্রদান করা হয়।

বুধবার ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ “বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বারির পক্ষে পদকটি গ্রহণ করেন প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ।

বারির সম্পাদক ও প্রটোকল অফিসার (অ. দা.) মো. হাসান হাফিজুর রহমান জানান, পরিবেশ রক্ষা, উন্নয়ন এবং সচেতনতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে প্রতিবছর এই পদক তুলে দেওয়া হয়। এবার বারি এই সম্মাননা অর্জন করেছে পরিবেশবান্ধব প্রযুক্তি উদ্ভাবন ও গবেষণায় অগ্রণী ভূমিকা রাখার কারণে।

তিনি বলেন, “এই পদক আমাদের গবেষণা প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গর্বের ও অনুপ্রেরণার। এটি বারির টেকসই কৃষি উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণে দীর্ঘমেয়াদি ও নিষ্ঠাপূর্ণ প্রচেষ্টার এক জাতীয় স্বীকৃতি।

জাতীয় পরিবেশ পদক নীতিমালা, ২০১২ (সংশোধিত ২০১৯) অনুযায়ী, পদকপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২২ ক্যারেট স্বর্ণের দুই তোলা মানের স্বর্ণপদক, ৫০ হাজার টাকার চেক, একটি ক্রেস্ট এবং সনদপত্র প্রদান করা হয়।

বারির এই অর্জন শুধুমাত্র একটি প্রতিষ্ঠানের গর্ব নয়, বরং পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তির উন্নয়ন ও বিস্তারে বাংলাদেশের পথচলার এক গুরুত্বপূর্ণ মাইলফলক।