বিশ্বের বিভিন্ন শহরে জলবায়ু পরিবর্তন, শিল্পায়ন ও যানবাহনের ধোঁয়ার কারণে ক্রমেই বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরেই রাজধানী ঢাকাও রয়েছে এই দূষণের প্রভাবের মধ্যে। সাম্প্রতিক বৃষ্টিতে বায়ুমান কিছুটা উন্নত হলেও আজ আবারও ঢাকার বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করেছে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার (IQAir)।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৮টা ২০ মিনিটে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, এদিন ঢাকার একিউআই স্কোর ১৫৫, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে।
বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি, যার স্কোর ৫৫৩— যা নাগরিকদের জন্য ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর (২৬৮ স্কোর) এবং তৃতীয় স্থানে ভারতের কলকাতা (১৯৪ স্কোর)।
আইকিউএয়ার মানদণ্ড অনুযায়ী—
০–৫০: ভালো বায়ু
৫১–১০০: মাঝারি
১০১–১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর
১৫১–২০০: অস্বাস্থ্যকর
২০১–৩০০: অত্যন্ত অস্বাস্থ্যকর
৩০১–৪০০+: ঝুঁকিপূর্ণ
বিশেষজ্ঞদের মতে, একিউআই ১৫০-এর উপরে গেলে শিশু, প্রবীণ, গর্ভবতী নারী ও শ্বাসকষ্টজনিত রোগীদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
বায়ুদূষণ নির্ধারণ করা হয় মূলত পাঁচটি উপাদানের ওপর ভিত্তি করে— বস্তুকণা (PM2.5 ও PM10), নাইট্রোজেন ডাই–অক্সাইড (NO₂), কার্বন মনো–অক্সাইড (CO), সালফার ডাই–অক্সাইড (SO₂) এবং ওজোন (O₃)।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানায়, বায়ুদূষণের কারণে প্রতিবছর বিশ্বে প্রায় ৭০ লাখ মানুষ প্রাণ হারান। এর মধ্যে প্রধান মৃত্যুঝুঁকি সৃষ্টি করে স্ট্রোক, হৃদরোগ, ফুসফুসের ক্যানসার, শ্বাসযন্ত্রের সংক্রমণ এবং ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (COPD)।
বিশেষজ্ঞরা বলছেন, ঢাকায় যানবাহনের কালো ধোঁয়া, নির্মাণকাজের ধুলাবালি ও শিল্পাঞ্চলের বর্জ্যই বায়ুদূষণের প্রধান উৎস।