শান্তিগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের পাগলা বাজার-বীরগাঁও রাস্তায় ব্যাপন ভাঙনের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তি পড়তে হচ্ছে ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ।

জানা যায়, ২০২২ সালের ভয়াবহ বন্যার পর রাস্তাটিতে ব্যাপক ভাঙনের শুরু হয়। এরপর ২০২৪ সালে আবারও ভাঙন দেখা দিলে বীরগাঁও গ্রামের সন্তান সমাজসেবক সাদিকুর রহমান (বাছন) তার নিজ অর্থায়নে গ্রামের কিছু উদ্যমী তরুণদের নিয়ে বাশ ও অন্যান্য সামগ্রী দিয়ে ভাঙন রোধে কার্যকরী ভূমিকা রেখেছিলেন। ফলে যাতায়াতের ব্যবস্থা হয়েছিল ইউনিয়নবাসীর।

পাগলা বাজার থেকে বীরগাঁও খালপাড় ব্রিজ পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার এই রাস্তা দিয়ে ইউনিয়নের প্রায় সকল পেশার মানুষেরা চলাচল করেন। পাগলা বাজার থেকে সিলেট, সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গার সাথে যোগাযোগ করেন এই এলাকার মানুষ। এই গুরুত্বপূর্ণ রাস্তাটি আবারও ভাঙনের কবলে পড়েছে। রাস্তার বিভিন্ন জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে যদি রাস্তাটির সংস্কার না হয় তবে বর্ষায় রাস্তাটি যান চলাচলের অনুপযোগী হয়ে মারাত্মক ভোগান্তিতে পড়ার আশঙ্কা করছেন ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ।

এলাকাবাসী বলেন, রাস্তার বিভিন্ন জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে। এতে যান চলাচল বিঘœ ঘটছে। যদি এখন রাস্তাটি ঠিক না করা হয়ে মারাত্মক সমস্যায় পড়তে হবে আমাদের। আমাদের দাবি বর্ষার আগেই দ্রুত এই রাস্তাটি সংস্কার করে দেয়া হোক।