বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) সতর্ক করেছে, বায়ুদূষণ ও জলবায়ু পরিবর্তন একে অপরকে বাড়িয়ে ‘দুষ্ট চক্রের’ সৃষ্টি করছে, যা বিশ্বব্যাপী স্বাস্থ্য, অর্থনীতি ও বাস্তুতন্ত্রকে হুমকির মুখে ফেলেছে।

শুক্রবার ( ৫ সেপ্টেম্বর) এ বিষয়ে সংস্থার পক্ষ থেকে বিবৃতি প্রকাশ করা হয়। খবরটি জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

আগামী ৭ সেপ্টেম্বর ‘ক্লিন এয়ার ফর ব্লু স্কাই’ দিবস উপলক্ষে ডব্লিউএমও এ সতর্কতা দিয়েছে। সংস্থার উপ-মহাসচিব কো ব্যারেট বলেছেন, জলবায়ু পরিবর্তন এবং বায়ুর মান একা মোকাবেলা করা সম্ভব নয়। আমাদের পৃথিবী, জনসাধারণ ও অর্থনীতির সুরক্ষায় একসাথে কাজ করতে হবে।

সতর্কবার্তায় বলা হয়েছে, জীবাশ্ম জ্বালানি দাহসহ মানবসৃষ্ট কারণে বায়ুদূষণ ও জলবায়ু পরিবর্তন একটি বিপজ্জনক চক্র তৈরি করছে। বায়ুদূষণ শুধু স্বাস্থ্যের ক্ষতি করছে না, এটি বৈশ্বিক উষ্ণায়নও বাড়াচ্ছে।

জাতিসংঘের এই সংস্থার হিসাব অনুযায়ী, পরিবেশগত বায়ুদূষণের কারণে প্রতি বছর বিশ্বে ৪৫ লাখেরও বেশি মানুষ অকাল মৃত্যু বরণ করছে।

ব্যারেট আরও উল্লেখ করেছেন, জলবায়ু ও বায়ুদূষণের প্রভাব কোনো জাতীয় সীমানা মানে না। তীব্র তাপ, খরার কারণে দাবানল দেখা দিতে পারে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় আন্তর্জাতিক পর্যবেক্ষণ এবং সহযোগিতা অপরিহার্য।