গাজীপুর মহানগরের নাওজোর এলাকায় অবস্থিত ‘ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট লিমিটেড কারখানায় টানা তৃতীয়দিনেও শ্রমিক অসুস্থতার ঘটনা ঘটেছে। সোমবার সকালে আবারও অন্তত ৫৬-৬০ জন পোশাক শ্রমিক বমি, পেটব্যথা ও মাথা ঘোরার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
অসুস্থদের অধিকাংশই নারী শ্রমিক। বর্তমানে তারা গাজীপুর সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, কাজ শুরু করার কিছুক্ষণের মধ্যেই অসুস্থতা শুরু হয়। কারখানার সরবরাহ লাইনের পানি পান করার পরপরই একের পর এক শ্রমিক বমি করতে শুরু করেন।
গত শনিবার ও রবিবার একই উপসর্গ নিয়ে আরও অন্তত ১৩০ জন শ্রমিক শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নেন।
সিটি মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপক মো. আব্দুল হামিদ জানান, “গত তিনদিনে আমাদের হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় ২০০ শ্রমিক। তাদের প্রধান উপসর্গ পেটব্যথা, মাথা ঘোরা ও বমি। বেশিরভাগই নারী। যাদের অবস্থা স্থিতিশীল, তাদের চিকিৎসা শেষে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।
এদিকে কারখানার শ্রমিকদের দাবি, পানি পানের পরই অসুস্থতা শুরু হওয়ায় তারা কারখানার সরবরাহকৃত পানিকেই দায়ী করছেন। এ নিয়ে শ্রমিকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শিল্প পুলিশের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানিয়েছেন, “একই ধরনের লক্ষণ নিয়ে তিনদিন ধরে অসুস্থ হচ্ছেন শ্রমিকরা। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কারখানার পানি ও পরিবেশগত নমুনা ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।"
তিনি আরও জানান, “ঘটনার প্রকৃত কারণ জানতে শিল্প পুলিশ, স্থানীয় প্রশাসন ও কারখানা কর্তৃপক্ষ যৌথ তদন্ত শুরু করেছে। তিনি আরো জানান, অনেক ক্ষেত্রে এটি সাইকোলজিক্যাল প্যানিক বা মানসিক আতঙ্ক থেকেও ঘটতে পারে। কারণ, অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর একসঙ্গে বেশ কয়েকজন শ্রমিক অনুরূপ উপসর্গে ভোগার কথা জানান।
উল্লেখ্য, শনিবার ও রবিবার কারখানা বন্ধ রাখা হলেও সোমবার উৎপাদন চালু রাখে কর্তৃপক্ষ, যদিও ফের অসুস্থতার ঘটনা ঘটায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করছে।