কমলনগর (লক্ষ্মীপুর)উপজেলা সংবাদদাতা : লক্ষ্মীপুরের কমলনগরের বিভিন্ন ইউনিয়নে ২৯শ’ ৫০ রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দিয়েছেন জামায়াত ইসলামী বাংলাদেশ। গত ২৬ ই জুলাই থেকে ৯ই আগস্ট পর্যন্ত এ চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসা শেষে ২১৮ রোগীর চোখের ছানি অপারেশনসহ ৭শ’৫০জন রোগীকে চশমা বিতরণ করা হয়। এ চিকিৎসা সেবায় কমলনগর ভিশন সেন্টারের চিকিৎসক আবু সাঈদ সিদ্দীক (রায়হান)সহ ১২জনের একটি টীম কাজ করেছে। গত ২৬ জুলাই পাটারির হাট, ২৭ জুলাই চর ফলকন ইউনিয়নে, ২৯ জুলাই সাহেবের হাট, ১ আগস্ট চর মার্টিন ৬ ও ৭ আগষ্ট হাজিরহাট ইউনিয়নে বিনামূল্যের চিকিৎসা সেবা দেওয়া হয়।
এই চিকিৎসা ব্যয়ে সার্বিক সহযোগিতা করেন হাজিরহাট ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এডভোকেট আবদুল্লাহ মারজান রোম্মান, পাটারির হাট ইউনিয়ন পরিষদে জামায়াতে ইসলামীর সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আহাদ, চর ফলকন ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ইব্রাহিম শামিম, সাহেবের হাট ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী নুর উদ্দিন মাহমুদ, চর মার্টিন ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী মো. ইব্রাহিম।