মুন্সীগঞ্জ থেকে মমিন বিশ্বাস : বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ সদর উপজেলার উদ্যোগে মানবিক ডাক্তার মুহাম্মদ সুজন শরীফের ব্যবস্থাপনা মুন্সীগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমীর মো: নুরুল আমিন সিকদারের সভাপতিত্বে সদর উপজেলার মাহাকালী ইউনিয়নের মালের বাড়ী স্কুল মাঠে বুধবার সকাল ১০ টায় এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ ৩ (সদর- গজারিয়া) আসনের মনোনিত প্রর্থী প্রফেসর মো: আবু ইউসুফ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ঢাকা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা :মুহাম্মদ সাখাওয়াত হোসেন। জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ পৌরসভার আমীর মাওলানা এইচ এম বায়েজীদ। সদর উপজেলার সেক্রেটারি মো মজনু দেওয়ান। মুন্সীগঞ্জ পৌরসভার সেক্রেটারি মো উজ্জ্বল হোসেন সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মো আব্দুল মবিন।এ ছাড়া ও বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে উপস্থিত থেকে ব্যবস্থাপনা প্রদান করেন বিশিষ্ট গাইনি বিশেষজ্ঞ ডাক্তার ইয়াছমিন আক্তার, ডাক্তার নুসরাত আহাম্মেদ, মেডিসিন বিশেষজ্ঞ ডা মো বাইজীদ প্রমুখ।উল্লেখ্য প্রায় ৪ শতাধিক রোগীকে ব্যবস্থাপ্ত্র ও ফ্রী চিকিৎসা সেবা প্রদান করা হয়।উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি প্রফেসর আবু ইউসুফ বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ন্যায় ইনসাফ ভিত্তিক প্রতিষ্ঠা করতে চায় যদি বাংলাদেশ জামায়াত ইসলামী ক্ষমতায় যায় তাহলে মানুষকে আর রাস্তায় দাঁড়িয়ে দাবি আদায়ের জন্য আন্দোলন করতে হবে না সকলকে তার ইনসাফ মত প্রাপ্যতা বুঝিয়ে দেওয়া হবে।
স্বাস্থ্য
মুন্সীগঞ্জ সদর উপজেলা জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ সদর উপজেলার উদ্যোগে মানবিক ডাক্তার মুহাম্মদ সুজন শরীফের ব্যবস্থাপনা মুন্সীগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমীর মো: নুরুল আমিন সিকদারের সভাপতিত্বে সদর
Printed Edition
