স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বুধবার দিবাগত রাত ২টা ৫২ মিনিটে তিনি গুলশানের বাসা ফিরোজায় পৌঁছান।

এর আগে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পৌঁছান খালেদা জিয়া। বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে গুলশান-২ নাম্বারের ৭৯ নাম্বার রোডের ১ নম্বর বাসভবন ‘ফিরোজা’ থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন বলেও জানানো হয়।

কিছু পরীক্ষার জন্য খালেদা জিয়াকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছিলো এক ঘন্টা পর আবার বাসায় ফিরেছেন তিনি। অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, ম্যাডামের জন্য যে মেডিকেল বোর্ড রয়েছেন তাদের পরামর্শে হাসপাতালে নেয়া হয়েছিলো, আবার বাসায় ফিরে এসেছেন তিনি। মেডিকেল বোর্ডের জরুরী প্রয়োজনে কিছু পরীক্ষা করানো প্রয়োজন ছিলো সেগুলো করতেই উনাকে হাসপাতালে নেয়া হয়েছিলো। রাত ১ টা ১৮ মিনিটে বিএনপি চেয়ারপার্সনকে গুলশানের বাসা ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা শেষে আবার বাসায় ফেরেন ২ টা ৪৮ মিনিটে।

এভারকেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড এর অধিনে বিএনপি চেয়ারপার্সন চিকিৎসাধীন আছেন।