দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, নতুন ভর্তি রোগীদের মধ্যে ১৬৯ জন ঢাকার দুই সিটিতে এবং বাকি রোগীরা রাজধানীর বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯ হাজার ৪৯৩ জনে। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৯৭ হাজার ৬৫৩ জন। এ বছর ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৪০৪ জনের।
বিশেষজ্ঞ চিকিৎসক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গুর প্রকোপ এখন সারা বছরই দেখা যায় এবং বর্ষাকালে তা বাড়ে। তাঁর মতে, রোগ প্রতিরোধে মশা নিয়ন্ত্রণ কার্যক্রমের পাশাপাশি ব্যাপক প্রচার ও ব্যক্তিগত সতর্কতা জরুরি।
কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলেন, শুধু জেল-জরিমানা বা সচেতনতা বাড়িয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। কার্যকর জরিপ, দক্ষ জনবল এবং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমেই পরিস্থিতি মোকাবিলা করা যাবে।
উল্লেখ্য, ২০২৩ সালে দেশে ডেঙ্গুর ইতিহাসে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু রেকর্ড করা হয়।