যশোরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তির নাম ইউসুফ আলী (৪৫)। তিনি যশোরের মণিরামপুর উপজেলার মাহমুদকাটি গ্রামের বাসিন্দা গোলাম মোস্তফার ছেলে।

বুধবার (১৮ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. বজলুর রশিদ টুলু।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ইউসুফ আলী শ্বাসকষ্ট ও কিডনির জটিলতা নিয়ে গত ১৩ জুন যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন। প্রথমে তাকে মেডিক্যাল ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হলেও ১৪ জুন তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে আইসিইউতে নেওয়া হয়।

পরবর্তীতে রোগীর অক্সিজেন লেভেল দ্রুত কমতে থাকায় চিকিৎসকরা র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার পরামর্শ দেন। বুধবার দুপুরে শহরের ইবনে সিনা প্রাইভেট হাসপাতালে তার নমুনা পরীক্ষা করা হলে রাতেই রিপোর্ট আসে। প্রতিবেদনে তার করোনা পজিটিভ শনাক্ত হয়। কিন্তু করোনার চিকিৎসা শুরু করার আগেই রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়েত জানান, আইসিইউ ইউনিটের দায়িত্বে থাকা চিকিৎসক ওভারফোনে তাকে ইউসুফ আলীর মৃত্যুর বিষয়টি অবহিত করেন।

এর আগে একই দিন বুধবার ভোরে যশোর জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত শেখ আমির হোসেন পারুল (৬৮) নামের আরও একজন রোগীর মৃত্যু হয়।

করোনার এই দ্বিতীয় ধাপে যশোরে ইতোমধ্যে দুই জনের মৃত্যু হয়েছে এবং আরও তিন জন করোনা সন্দেহে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়দের ভাষ্য, সংক্রমণ পরিস্থিতি দ্রুত অবনতি ঘটছে। সময়মতো কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।