স্বাস্থ্য
গাজীপুরে ৬ লাখ ৩৫ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে শনিবার
আগামী ১৫ মার্চ শনিবার গাজীপুরসহ সারাদেশে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন। গাজীপুর জেলার ৫টি উপজেলায় এই কার্যক্রমের আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ৬ লাখ ৩৫ হাজার ৯৬৭ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

আগামী ১৫ মার্চ শনিবার গাজীপুরসহ সারাদেশে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন। গাজীপুর জেলার ৫টি উপজেলায় এই কার্যক্রমের আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ৬ লাখ ৩৫ হাজার ৯৬৭ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৭৪ হাজার ৫২০ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৫ লাখ ৬১ হাজার ৪৪৭ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
বুধবার সকালে গাজীপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত সাংবাদিকদের অবহিতকরণ সভায় এই তথ্য জানান সিভিল সার্জন ডা. মোঃ মামুনুর রহমান। তিনি বলেন, ভিটামিন এ প্লাস ক্যাপসুল শিশুদের অপুষ্টিজনিত সমস্যা দূর করে দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে।
গাজীপুর সিটি করপোরেশনে বিশেষ প্রস্তুতি
গাজীপুর সিটি করপোরেশনের ৬টি জোনে মোট ৭০ হাজার ৫৩৪ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ১২৫ জন শিশুকে নীল রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৬২ হাজার ৪০৯ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
সিটি করপোরেশন কর্তৃপক্ষ জানায়, এই কার্যক্রম সফল করতে ৬টি জোনে ৪০৮টি কেন্দ্র স্থাপন করা হয়েছে, যেখানে ৮১৬ জন স্বাস্থ্যকর্মী দায়িত্ব পালন করবেন।
বুধবার সকালে সিটি করপোরেশনের সভাকক্ষে আয়োজিত অবহিতকরণ সভায় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল লতিফ খান এসব তথ্য জানান। সভায় আরও উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের সচিব নমিতা দে, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ রহমতউল্লা, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, সাধারণ সম্পাদক সামসুল হক রিপন, সহ-সভাপতি মোঃ রেজাউল বারী বাবুল প্রমুখ।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, ভিটামিন এ ক্যাপসুল শিশুর সুস্বাস্থ্য ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অত্যন্ত কার্যকর। তাই অভিভাবকদের নির্ধারিত তারিখে শিশুদের ক্যাম্পেইনে নিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।