রাজধানীর তেজগাঁওয়ে পাঁচ বছরের শিশু রোজা মনি’র রহস্যজনক নির্মম মৃত্যু এবং তার লাশ সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সের পরিবর্তে সিএনজি অটোরিকশায় করে পাঠানোয় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। একই সঙ্গে শিশুটির মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চেয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ নেতৃবন্দ এই নিন্দা ও প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর উত্তর ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম বলেন, গত ১২ মে সকালে রাজধানীর ভাড়া বাসা থেকে নিখোঁজ হয় পাঁচ বছরের শিশু রোজা মনি। পরেরদিন মঙ্গলবার সকাল ১১টার দিকে রাজধানীর বিজয় সরণি ফ্লাইওভারের নিচে ময়লার স্তূপ থেকে বস্তাবন্দি রোজা মনি’র লাশ উদ্ধার হয়। ময়নাতদন্তের জন্য পুলিশ তার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পরে মর্গ থেকে সিএনজি অটোরিকশায় লাশ তেজকুনি পাড়ায় নিয়ে আসা হয়। যা অত্যন্ত দুঃখজনক এবং অমানবিক। এ ধরনের ঘটনায় আমরা ড্যাব ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি (ভারপ্রাপ্ত) ডা. মজিবুর রহমান বলেন, ঢাকা শহরের মতো জনবহুল এলাকার সরকারি হাসপাতালে থেকে একজন শিশুর মরদেহ বাসায় পৌঁছে দিতে অ্যাম্বুলেন্স সরবরাহ করতে পারবে না- তা হতে পারে না। তাহলে দেশের উন্নতি আর সংস্কার কমিশন করে দেশের কী কল্যাণে আসবে? সাধারণ নাগরিকের কাছে সংষ্কার হলো জনজীবনের মান উন্নয়ন। তা না করতে পারলে কোনো সংস্কার কাজে আসবে না। তিনি প্রতিটি সরকারি হাসপাতালে অসু¯’ শিশু ও তাদের মৃতদেহ বহনের জন্য ডেডিকেটেড অ্যাম্বুলেন্সের ব্যব¯’া করার দাবি জানান।

মজিবুর রহমান আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রকাঠামো মেরামতের লক্ষ্যে যে ৩১ দফা রূপরেখা ঘোষণা দিয়েছেন. ওই রুপরেখার ২৫ ও ২৬ দফায় স্বা¯’্য নীতি সম্পর্কে সুস্পষ্টভাবে বলা হয়েছে। আমরা যদি সেই আলোকে একটি স্বা¯’্যনীতি প্রণয়ন করতে পারি ও স্বা¯’্যব্যব¯’া ঢেলে সাজাতে পারি, তাহলে এ ধরনের অরাজকতা ও অমানবিকতা অবশ্যই থাকবে না। আমরা একটি মানবিক স্বা¯’্যনীতি ও স্বা¯’্যব্যব¯’া চাই। যেখানে আমরা চিকিৎসার অধিকার ও নিশ্চয়তা পাব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে রূপরেখা দিয়েছেন আমরা সেটির বাস্তবায়ন চাই।

ঢাকা দক্ষিণ ড্যাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নিয়াজ শহীদ রানা বলেন, পাঁচ বছরের শিশু রোজা মনি দিনে দুপুরে নিখোঁজ হয়ে গেলো আবার তার মৃতদেহ তেজগাঁওয়ে বস্তাবন্দি অব¯’ায় উদ্ধার হলো এটি যেন যেমন খুশি তেমন সাজোর দেশ। কারও কোনো জবাবদিহিতা নেই। শিশুটির লাশ ময়নাতদন্তের পর মর্গ থেকে সিএনজি অটোরিকশায় করে কাপড় মুড়ি দিয়ে বাড়ি নিয়ে গেছেন স্বজনরা। তিনি বলেন, ঢাকা শহরের মতো জনবহুল এলাকায় সরকারি হাসপাতাল থেকে একটা শিশুর মরদেহ বাসায় পৌঁছে দিতে পারবে না সেটি হতে পারে না।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপ¯ি’ত ছিলেন ডা. রুস্তম আলী মধু, সভাপতি, ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো সাইন্স; ডা. আমিরুল ইসলাম পাভেল, সভাপতি, ড্যাব বারডেম শাখা এবং ডা. কায়সার ইয়ামিন ইষাদ, দপ্তর সম্পাদক, ড্যাব ঢাকা মহানগর দক্ষিণ ও ডা. মো. সাইদুর রহমান, ডা. ফারহান তানভীর, ডা. কায়সার ইয়ামিন ইশাত, ডা. গালিব হাসান, ডা. এএসএম রাকিবুল ইসলাম আকাশসহ অন্যান্য নেতৃবৃন্দ।