মোহাম্মদ মাহবুব হোসাইন, প্যারিস (ফ্রান্স) থেকে: এসোসিয়েশন কালচারাল ফ্রান্কো বাংলাদেশের উদ্যোগে গতকাল ১০ আগষ্ট ২০২৫ রবিবার দিনব্যাপী ফ্রান্সের প‍্যারিসে আয়োজন হয়ে গেলো নৌকা ভ্রমণের মধ‍্যদিয়ে শিক্ষা সফর। প‍্যারিসের বাস্তিল থেকে সকাল ৭টায় জাহাজ যোগে বিভিন্ন বয়সের প্রায় দুই শতাধিক প্রবাসী বাংলাদেশীরা তাদের শিক্ষা সফরের যাত্রা শুরু করে। প‍্যারিসের সেন নদীতে ভ্রমন শেষে সন্ধ্যা ৬টায় জাহাজ ফিরে আসে যাত্রাস্থলে।

WhatsApp Image 2025-08-11 at 13.56.13_01f2f080

শিক্ষা সফরে অংশগ্রহণকারী সদস্যরা নানা আয়োজনে দিনটি অতিবাহিত করে।খেলাধুলা, সঙ্গীত ও উপস্থিত বক্তৃতা ইভেন্টে অনেকেই অংশগ্রহণ করে।

শিক্ষা সফরে প্রধান অতিথি ছিলেন কমিউনিটি নেতা জালাল আহমেদ ও বিশেষ অতিথি ছিলেন সাংস্কৃতিক সংগঠক মোহাম্মদ হানিফ।

তরুন মানবাধিকার কর্মী তুফায়েল সিপু ও শিল্পী আব্দুল্লাহ হাসান এর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন এসোসিয়েশন কালচারাল ফ্রান্কো বাংলাদেশের প্রেসিডেন্ট শহীদুল ইসলাম, রফিকুল ইসলাম, বদরুল ইসলাম, জিয়া উদ্দিন চৌধুরী ও আব্দুল কুদ্দুস প্রমুখ।

জাহাজ চলাকালীন সময়ে জাহাজের মধ‍্যে অনুষ্ঠিত শিক্ষা সফর বিষয়ক আলোচনায় কমিউনিটি নেতা জালাল আহমেদ বলেন, বিশ্বময় ছড়িয়ে-ছিটিয়ে আছে সৃষ্টির লীলারহস্য। এই সৃষ্টিরহস্য ও ঐতিহাসিক নিদর্শনাদি মানুষকে হাতছানি দিয়ে ডাকছে প্রতি মুহূর্ত।

তিনি বিশ্বখ্যাত পর্যটক ইবনে বতুতার বিশ্ব ভ্রমণের ঐতিহাসিক প্রেক্ষাপট অংশগ্রহণকারীদের সামনে তুলে ধরে বলেন, ভ্রমণ স্রষ্টার সৃষ্টিরহস্য সম্পর্কে আত্মবিশ্বাস বাড়ায়। প্রত্যেক মানুষেরই সাধ্যানুসারে কাছে কিংবা দূরে ভ্রমণের মাধ্যমে স্রষ্টার বৈচিত্র্যময় সৃষ্টিকে দেখে অন্তরকে বিকশিত করা উচিত।

বিশেষ অতিথি সাংস্কৃতিক সংগঠক মোহাম্মদ হানিফ তাঁর বক্তব্যে বলেন,মহান সৃষ্টিকর্তার বিশাল সৃষ্টি দর্শন, উপার্জন, জ্ঞান আহরণ, রোগ নিরাময় এবং আত্মশুদ্ধির জন্য ভ্রমণ করার নির্দেশ রয়েছে ইসলামে। জ্ঞানার্জনের জন্য দলবদ্ধভাবে ভ্রমণে বা পর্যটনে যাওয়ায় কল্যাণ ও পুণ্য নিহিত রয়েছে।