প্যারিস (ফ্রান্স) থেকে কামরুজ্জামান: পাশ্চাত্যে প্রবাস জীবনে সন্তানকে ধর্মীয় মূল্যবোধের আলোকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলা সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ বলেছেন, সন্তানকে ধর্মীয় ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব পিতা-মাতার। এর ব্যত্যয় ঘটলে তার দায়ভার অবিভাবকের এবং এর ফলাফল তাঁদেরই ভোগ করতে হয়। কিন্তু বেশিরভাগ বাবা-মা এ বিষয়ে সচেতন নন।
গতকাল শনিবার ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি অভিজাত বটতলা রেস্টুরেন্টে "কীভাবে গড়বেন নেক সন্তান" বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে আলোচক বৃন্দ এ কথা বলেন। বইটি লিখেছেন ফ্রান্সে বসবাসরত ইসলামিক স্কলার এমসি ইনস্টিটিউট, ফ্রান্স এর প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মাওলানা বদরুল বিন হারুন । এটি তার রচিত ৬ষ্ঠ বই।
এমসি ইনস্টিটিউটের প্রধান উপদেষ্টা শরীফ আল মুমিনের সভাপতিত্বে ও ফ্রান্স-বাংলাদেশ সাংবাদিক এসোসিয়েশন-এফবিজেএ'র যুগ্ম-সমন্বয়ক সিনিয়র সাংবাদিক মুহাম্মদ কামারুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফ্রান্সের সরবোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা (অবঃ) হুরায়রা কাওয়ারির। বিশেষ অতিথি হিসেবে আলোচনা রাখেন ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন- এফবিজেএ সমন্বয়ক মোঃ মাহবুব হোসাইন, ইসলামি চিন্তাবিদ মাওলানা নাজির আহমেদ, অধ্যাপিকা নাজিয়া বিনতে মুসি, অধ্যাপিকা নাজনীন বেগম ও ইস্তা অঞ্চলের কাউন্সিলর ও ওফিওরার কর্ণধার কৌশিক খান রাব্বানী, বিসিএফ সাধারণ সম্পাদক নাজমুল কবির।
অনুষ্ঠানে শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ জুবায়ের আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন এমসি ইনস্টিটিউট এর সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান ইমন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাওলানা সোহাইল আহমেদ সোহেল এবং বিশেষ আলোচক ছিলেন তরুণ অ্যাক্টিভিস্ট ও স্কলার মনোয়ার হোসাইন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এমসি ইনস্টিটিউটের কোষাধ্যক্ষ মোঃ লুৎফর রহমান, সদস্য আব্দুস সালাম মামুন, পাকিস্তানী বংশোদ্ভুত বিশিষ্ট ব্যবসায়ী মুনাওয়ার মুখতার, কবি আব্দুল আজিজ সেলিম, সাংবাদিক লুৎফর রহমান বাবু, ফরাসি শিক্ষক নাজিয়া বিনতে মুরসি, চিত্রশিল্পী জয়নুল আবেদিন, আব্দুল মোত্তালেব, জহির উদ্দিন, ফারুক শোয়েব, খতিব হাফিজ মাওলানা মঈন উদ্দিন, সঙ্গীত শিল্পী সাইফুল আলম, আলী হোসেন, তারেক রহমান, মনাই মিয়া প্রমুখ।
উপস্থিত ছিলেন এমসি ইনস্টিটিউটের সদস্য হাবিবুর রহমান, মিসবাহ উদ্দিন, সাংবাদিক আবুল কালাম মামুন, ইয়াসির আরাফাত খোকনসহ ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটির সর্বস্তরের মানুষ। আলোচনায় অংশ নিয়ে সন্তানের প্রতি অধিক মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, প্রবাস জীবনের অধিকাংশ ক্ষেত্রেই অভিভাবকরা সন্তানদের প্রতি মনোযোগী হন না। তারা অর্থ উপার্জনের জন্য অনেক বেশি সময় ব্যয় করেন।
কিন্তু সন্তান যদি আদর্শ মানুষ হিসেবে গড়ে না ওঠে তাহলে এই অর্থ একসময় অনর্থের মূল হিসেবে পরিগণিত হয়, তখন আর কিছুই করার থাকেনা এমন কি সন্তানের কারণে অভিভাবকদেরকে জেল জুলুমসহ সামাজিক নিগ্রহের শিকার পর্যন্ত হতে হয়।
এই অবস্থা থেকে মুক্তির জন্য এবং সন্তানকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে কোরআন হাদিসের নির্দেশনা অনুযায়ী সন্তানকে করে তোলার বিকল্প নেই। আর এ বিষয়ে মাওলানা বদরুল বিন হারুন "কীভাবে গড়বেন নেক সন্তান" বইয়ে বিস্তারিত আলোকপাত করেছেন।
নিজের সৃষ্টি বই সম্পর্কে মাওলানা বদরুল বিন হারুন বলেন, বর্তমান প্রতিকূল পরিবেশে একজন অভিভাবক কীভাবে সন্তানকে ইসলামের আলোকে উত্তম চরিত্র ও সুন্দর ব্যক্তিত্বের অধিকারী হিসেবে গড়ে তুলবে, তার একটি সুস্পষ্ট দিকনির্দেশনা রয়েছে "কীভাবে গড়বেন নেক সন্তান’" বইটিতে।
তিনি বলেন, বইটিতে সন্তান প্রতিপালনের প্রতিটি ধাপে করণীয় নির্দেশনা তুলে ধরা হয়েছে। গর্ভকাল থেকে শৈশব ও কৈশোর পর্যন্ত শিশুর মানসিক ও চারিত্রিক গঠনে ইসলামি শিক্ষার ভূমিকা, পারিবারিক পরিবেশের প্রভাব এবং সৃজনশীলতা বিকাশের উপায় সম্পর্কে বিস্তারিত আলোচিত হয়েছে বইটিতে।
উল্লেখ্য, লেখক মাওলানা বদরুল বিন হারুন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স শেষ করে লিবিয়ার কর্নেল গাদ্দাফি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন এবং ফরাসি শিক্ষা কারিকুলামে বিশেষ প্রশিক্ষণ ও সনদ প্রাপ্ত শিক্ষক। এর আগে, প্রাচ্যবিদদের ইসলাম চর্চা ও বিকৃতির অপপ্রয়াস, তিন ভাষায় কথোপকথন, আসল ঠিকানার সন্ধানে ও কুরআন বুঝার অনন্য কৌশল নামক বইগুলো প্রকাশিত হয়েছে।