প্যারিস থেকে মোহাম্মদ মাহবুব হোসাইন: বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা বলেছেন, জাতীয় ঐক্যই গণতন্ত্র ও ন্যায়বিচারের লড়াইয়ে সবচেয়ে বড় শক্তি।
তিনি ৫ আগষ্ট মঙ্গলবার প্যারিস ১৬ এর টাউন হল মিলনায়তনে বাংলাদেশ মিশন ফ্রান্সের উদ্যোগে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এক ব্যতিক্রমধর্মী আলোকচিত্র ও ভিডিও প্রদর্শনী’র অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে এ কথা বলেন। দূতাবাসের উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীর শিরোনাম ছিল “জুলাই বিয়ন্ড বর্ডার”।

প্রদর্শনীতে ২০২৪ সালের ছাত্র ও জনতার রক্তাক্ত গণজাগরণের স্মৃতি ও প্রেক্ষাপট উপস্থাপন করা হয়। রাজনৈতিক প্রেক্ষাপট, গণজাগরণ এবং জনগণের অদম্য প্রত্যয় এই প্রদর্শনীর মূল বিষয়বস্তু হয়ে ওঠে।
আলোচনায় অংশ নেন ফ্রান্স বিএনপির সাধারণ সম্পাদক এম এ তাহের, কমিউনিটি ব্যক্তিত্ব ইমরান আহমদ এবং এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ফ্রান্সের আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ইফতেশাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিফেন্স এটাসি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লা (এসইউপি, এনডিসি, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি), দূতাবাসের মিশন উপ-প্রধান কাজী এহসানুল হক, দ্বিতীয় সচিব কে এফ এম শারহাদ শাকিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফ্রান্স শাখার সাবেক সহ-সভাপতি আব্দুর রহিম, ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (এফবিজেএ) সহ-সমন্বয়ক মোহাম্মদ কামরুজ্জামান, মুখপাত্র মোহাম্মদ আরিফ উল্লাহ, বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারের প্রতিনিধি মোহাম্মদ শহীদুল ইসলাম, এনসিপি’র মনোয়ার হোসেন পাটোয়ারী, সাংবাদিক মোহাম্মদ ওমর ফারুক, ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (এফবিজেএ) সদস্য তানভীর আহমেদ তোহা, মানবাধিকার কর্মী ওয়াদুদ তানভীর, ইয়াসির খোকন ও মামুন মাহিন প্রমূখ।
এছাড়াও ফ্রান্সে বসবাসরত বিভিন্ন পর্যায়ের বাংলাদেশী নাগরিকদের অংশ গ্রহনে অনুষ্ঠানটি প্রানবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠান পরিচালনা করেন দুতাবাসের প্রথম সচিব ওয়ালিদ বিন কাশেম।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে পাঠানো বিশেষ বাণী পড়ে শোনানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা বলেন, ফ্যাসিবাদ প্রতিরোধে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান যেমন ইতিহাসে স্থান করে নিয়েছে, তেমনি এই পরিবর্তনকে স্বার্থক করতে বর্তমান প্রেক্ষাপটে দেশকে এগিয়ে নেওয়ার জন্য রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সকল শ্রেনীর ঐক্যবদ্ধ এবং দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। তিনি অর্থনৈতিক ও সামাজিক মুক্তির লক্ষ্য অর্জনের জন্য ঐক্যবদ্ধ হয়ে অর্জিত বিজয়কে ধারন করতে সকলের প্রতি আহ্বান জানান।
আলোচনা শেষে রাষ্ট্রদূতের নেতৃত্বে আমন্ত্রিত অতিথিরা প্রদর্শনী ঘুরে দেখেন।