নিউ ইয়র্ক থেকে এইচ এম আকতার : দ্বীন প্রচারের জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঐক্য ছাড়া দ্বীনের বিজয় অর্জন করা সম্ভব না। দ্বীন প্রচার নবী রাসুলদের কাজ। আমাদের পরিবারগুলো জাহান্নামের আগুন থেকে বাচাতে সুনা কাজ করে যাচ্ছে।
সোমবার স্থানীয় সময় সদ্ধ্যা আটটায় নিউইয়র্কের বায়তুল মামুর মসজিদে মুনা সাউথ জোনের আয়োজিত মুনা কনভেনশন ২৫ সফল করতে ইমাম এবং কমিউনিটি লিডারদের সমাবেশ বক্তারা এসব কথা বলেন।

জোনের সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন। এসময় বক্তব্য রাখেন,মুনার সাবেক প্রেসিডেন্ট হারুন উর রশিদ,ন্যাশনাল এক্সিকিউটিভ ডাইরেক্টর আরমান চৌধুরী, আহম্মদ আবু ওবায়দা,হাফেজ আব্দুল্লাহ আল আরিফ, প্রফেসর রুহুল আমিন, বাইতুশ শরফ মসজিদের ইমাম জাকারিয়া মহিউদ্দিন,মুসলিম লিডার মোশাররফ হোসেন সবুজ,কমিউনিটি নেতা ড,জাহাঙ্গীর কবির,উডহেভেন মসজিদের খতিব,মাওলানা মোস্তফা হোসেন প্রমুখ।

ইমাম দেলোয়ার হোসাইন বলেন, গোটা মুসলিমরা আজ নির্যাতনের শিকার।আজকে বিনা অপরাধে মুসলমানদের হত্যা করা হচ্ছে। আমাদের পরিবারগুলো ভেঙে যাচ্ছে। আমরা আমাদের পরবর্তি প্রজম্মের জন্য কিছু করতে চাই। এসময় তিনি সালমান ফার্সির সত্যের সদ্ধ্যানের যে কাহিনি তা তিনি বর্ননা করেন।
তিনি রাসুল সাঃ আদর্শ অনুসরণ করে জান্নাত নিশ্চিত করার আহবান জানান। একই সাথে দ্বীনের জন্য আমাদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করারও আহবান জানান।
হারুন উর রশিদ বলেন, রাসুল সাঃ যে দাওয়াতি কাজ করেছেন মুনাও সে কাজ করছে। আলেমরা নবী রাসুলদের প্রতিনিধি।তাই আমাদের ইসলাম প্রচারের কাজ করতে হবে। এজন্য আমাদের ঐক্যের দরকার।ইসলামি কোন সংগঠন অন্যকোন ইসলামি সংগঠনের প্রতিদ্বদ্ধি নয় তারা আমাদের সহযোগী হবে।আজকে আমাদের ঐক্যের কারণেই আমরা নিউইয়র্কের মুসলিম মেয়র পেতে যাচ্ছি।
প্রফেসর রুহুল আমিন, বলেন এটি মুসলমানদের একটি বিরাট সম্মেলন।এখন থেকে আমাদের সন্তানরা শিষ্টাচার শিক্ষা নিয়ে থাকেন।
ইমাম আলিমুল ইসলাম বলেন আমেরিকার মত জায়গায় মুনা ইসলাম প্রচার করছে।এর মূল লক্ষ হলো নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাচানো।