নিউইয়র্ক থেকে এইচ এম আকতার : যেকোন ভাবে হউক জুলাই বিপ্লবের স্পিটকে আমাদের কাজে লাগাতে হবে। জাতীয় ঐক্য না হলে ফ্যাসিষ্টরা আবারও মাথানাড়া দিয়ে উঠবে।

শুক্রবার স্হানীয় সময় বিকেলে আমেরিকা বাংলাদেশ কনস্যুলেট অফিস আয়োজিত জুলাই বিপ্লবে প্রবাসিদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় বক্তৃতারা এসব কথা বলেন। এসময় স্বাগত বক্তব্য রাখেন,প্রধান অতিথির বক্তব্য রাখেন,কনস্যুলার জেনারেল মোজাম্মেল হক। জাতিষংঘের স্হায়ী দূত আনিসুজ্জামান চৌধুরী,প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সালাহ উদি্দন।

সালাহ উদ্দিন বলেন,জুলাই আগস্টের আজ এক বছর। আজ দিনে সকল শহিদদের স্মরণ করি। সকল মানুষের অংশ গ্রহনে এ বিপ্লব অনুষ্ঠিত হয়। ন্যায় এবং বৈষম্য হীন রাষ্ট্র গঠতে এ আন্দোলন অনুষ্ঠিত হয়। সংস্কার করে একটি নতুন রাষ্ট্র গড়তে সরকার কাজ করছে। তরুণদের এ আন্দোলন সারা বিশ্বর দরবারে তুলে ধরা হবে।

আনিসুজ্জামান চৌধুরী বলেন,আজ দিনে সকল শহীদের মনে পড়ে।মাইলস্টোনে যারা মারা গেছে তাদের তিনি স্মরণ করেন।যেকোনো আন্দোলনের পরে দেশে বিশৃঙ্খলা হয়। ইতিহাস তাই বলে। তিনি ইরান এবং সাউথ কোরিয়ার উদাহরণ টেনে বলেন, তারা খাবার পায়নি। লতাপাতা খেয়েছে বেচেছিল।কিন্তু জাতীয় ঐক্য থাকাতে আজ সফল হয়েছে। আমাদের এসময় জাতীয় ঐক্যের দরকার।

তিনি আরও বলেন, আমাদের ম্যানপাওযার রয়েছে। এগুলোকে কাজে লাগাতে হবে। এসময় কোন বিভাজন নয়। গুজব সত্য কি না তা যাচাই করা কঠিন। যখন বুঝতে পারে তখন অনেক ক্ষতি হয়ে যায়। অপরাধীকে সামাজিক শাস্তি দেয়া যায় কিন্তু মব কোনভাবেই ঠিক নয়। আামাদের সম্পদের অভাব নেই। কিন্তু ঐক্যের অভাব রয়েছে। তিনি সুরা মায়েদার দ্বিতীয় আয়াতের কথা উল্লেখ করে বলেন, তুমি কাউকে পছন্দ না করলেও তার ভালো কাজে বাধা দিবে না।