সদস্যদের প্রত্যক্ষ ভোটে জাপান ভিত্তিক ইসলামিক সংগঠন মুসলিম উম্মাহ নিহন (MUN)এর ২০২৫-২০২৭ সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন মুয়ীনুর রহমান।অন্যান্য মনোনীত কেন্দ্রীয় দ্বায়িত্বশীলগন হলেন ডক্টর আজিজ আহমেদ সহ-সভাপতি , ইঞ্জিনিয়ার আহসান সিদ্দিকী-সহ-সভাপতি,আবু খালিদ সেক্রেটারি জেনারেল,মসজিদ ও সমাজ সেবা কবির খান রিপন,দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক বশির আহমেদ,মোস্তফা মিয়া প্রকাশনা সম্পাদক,নজরুল ইসলাম বাদল অর্থসম্পাদক,মাহমুদুন নবী শিশু ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক।

জাপানের গ্রীষ্মকালীন ছুটিতে টোকিওর অদুরে সি ইয়ামানাশি জেলার কুশু সিটির ওকুবু গ্রীন লজে ৯,১০,১১ই আগস্ট তিন দিনের জন্য মুন কনভেনশন অনুষ্ঠিত হয়েছে।উক্ত কনভেনশনে জাপানের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশী মুসলিমদের আগমনে মিলনমেলায় পরিণত হয়।বড়দের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক শিশু কিশোরেরাও কনভেনশনে উপস্থিত ছিল।

কোরআন,হাদীস ও ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আমন্ত্রিত আলোচকগণ বক্তব্য রাখেন।ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ভ্রমন ও বিভিন্ন প্রতিযোগিতামূলক ইভেন্ট অনুষ্ঠিত হয়।মুন কালচারাল গ্রুপের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত মজলিশে শুরার সদস্যরা হলেন ডক্টর আজিজ আহমেদ,আবু খালিদ, আহসান সিদ্দিকী,মুন্সী বিপ্লব ও বশির আহমেদ।মনোনীত মজলিশে শূরার সদস্যরা হলেন কবির খান রিপন ও মোস্তফা মিয়া।

প্রধান নির্বাচন কমিশনার বিশিষ্ট চিকিৎসক ডক্টর মুহাম্মদ আরিফ নির্বাচন পরিচালনা করেন এবং কেন্দ্রীয় সভাপতি ও মজলিশে শুরার সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
কেন্দ্রীয় সভাপতি মুয়ীনুর রহমানের সমাপনী বক্তব্যের মাধ্যমে কনভেনশনের কার্যক্রম শেষ হয়।