ফ্রান্সের প‍্যারিস থেকে মুহাম্মদ নূরুল ইসলাম: ফ্রান্সের মানব কল‍্যানে নিবেদিত বৃহত্তর সামাজিক সংগঠন বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ) এর ২০২৫-২৬ সালের দুই বছর মেয়াদী নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছে এমডি নুর এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছে নজমুল কবির।

WhatsApp Image 2025-03-25 at 17.49.43_dc89a18e

কমিটিতে সিনিয়র সহসভাপতি মোজাম্মেল হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোসাদ্দেক হোসেন সাইফুল, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন,সাংঘঠনিক সম্পাদক শাহেদ ভুঁইয়া ও অর্থ সম্পাদক হিসেবে ইব্রাহিম হাসানের নাম ঘোষনা করা হয়।

সোমবার পন্তার একটি রেস্টুরেন্টে সাংবাদিক মোসাদ্দেক হোসেন সাইফুলের সঞ্চালনায়

আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করেন বিসিএফ এর সিনিয়র সহসভাপতি মোজাম্মেল হোসেন।

WhatsApp Image 2025-03-25 at 17.49.43_8cd89763

ইফতারের পরে 'ফ্রান্সে কেমন বাংলাদেশ কমিউনিটি চাই' শীর্ষক সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন উপস্থিত সুধীজন। তারা হলেন যথাক্রমে জেষ্ঠ্য সাংবাদিক মান্নান আজাদ, সিনিয়র সাংবাদিক মুহাম্মদ নূরুল ইসলাম, ফ্রান্স টুয়েন্টিফোর এর সাংবাদিক মোহাম্মদ আরিফ উল্লাহ, বিডি ফার্নিচার স্বত্বাধিকারী মিয়া মাসুদ, ফ্রান্স বিএনপির সাবেক কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম,লিগ্যাল এইডের পরিচালক আজাদ মিয়া,শ্রমিক গ্রুপ সাধারণ সম্পাদক তানিম হোসেন,এমসি ইনস্টিটিউট সাধারণ সম্পাদক আরিফুজ্জামান ইমন, আদাফ পরিচালক ওয়াদুদ তানভীর, প্রবাসী অধিকার পরিষদ যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার হোসেন, নোয়াখালী এসোসিয়েশন সিনিয়র সহ সভাপতি জহিরুল ইসলাম,সাধারন সম্পাদক এখলাস হোসেন,লক্ষীপুর জেলা এসোসিয়েশন সভাপতি স্বপন ভুঁইয়া, এক্টিভিস্ট আজিমুল হক খান,মনোয়ার পাটোয়ারী, কমিউনিটি ব্যক্তিত্ব কুতুবউদ্দিন জিকো, বাবু ভুইঁয়া,শাফায়াত জামিল,শরিফ উদ্দিন চিশতি, ইমন চৌধুরী, সংগঠক কাওসার আহাম্মেদ প্রমুখ।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা বদরুল বিন হারুন।