সৌদি আরবের রিয়াদে মীরসরাইবাসীরা গণসর্ম্বধনা দিয়েছে চট্টগ্রাম ১ মীরসরাই আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমানকে।

নিজাম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন এনায়েত হোসেন হাফেজ নাইমুল ইসলাম আব্দুল কাইয়ুম,আবু হানিফ প্রমুখ অনুষ্ঠানে সংগিত পরিবেশন করে সাকিব ও শিশু শিল্পী আরহাম।

সাইফুর রহমান বলেন, সমৃদ্ধ মিরসরাই গঠনের লক্ষ্যে একজন বলিষ্ঠ নেতৃত্বের প্রয়োজন যার প্রতি আস্হা রাখতে পরবে সর্বস্তরের মানুষ, যিনি যুব সমাজকে আলোর পথ দেখাবে। সমাজে ন্যায় বিচার ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করবে, তিনি প্রবাসীদের ভোটাধিকার নিচ্ছিত করার লক্ষে তার দল জামায়তে ইসলামী কাজ করছে বলে উল্লেখ করেন, তিনি আগামী নির্বাচনে দাঁড়ি পাল্লা প্রতিকে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।