ফ্রান্সের প‍্যারিস থেকে মুহাম্মদ নূরুল ইসলাম: গতকাল ২৩ মার্চ ২০২৫ বরিশাল কমিউনিটি ফ্রান্সের সভাপতি মোতালেব খাঁনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মনিরুল ইসলাম মনিরের পরিচালনায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্ঠা কাজী শামীম উচ্চাস, সিনিয়র সাংবাদিক ও কমিউনিটি ব্যক্তিত্ব মাহবুব হোসাইন,সাংবাদিক মুহাম্মদ নূরুল ইসলাম ,ঢাকা বিভাগ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি শাহজাহান সারু, বিকল্প ধারা ফ্রান্সের সভাপতি নূরে আলম মনজু,

IMG-20250324-WA0190

ইপিএস কমিউনিটি ফ্রান্সের সভাপতি এলান খান চৌধুরী, Regroupement Familial Bangladeshi community In France এর পরিচালক কাউসার আহমেদ, দোহার নবাবগঞ্জ এসোসিয়েশনের সহ সভাপতি আরিফুর রহমান , সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আমিনুর রহমান ফারুক,জাহিদুল আলম তালুকদার,ইউনুসতালুকদার ,রিকন দেওয়ান মনা,সিদ্দিক খান,কামাল মাতুব্বর , সফিকুল ইসলাম শামীম,এনামুল হক অপু, মাহফুজুর রহমান মিলটন , আরিফুর রহমান মিলন, সৈয়দ সুমন,রবিউল আলম ,মানিক হোসাইন,নাঈম শিকদার,মোঃ শিয়ান , ইব্রাহীম খলিল রমিজ ,হেমায়েত উদ্দিন ,মোঃ ইমরান ,সোহাগ হোসেন,মোশারফ হোসেন,আকাশ চৌধুরী,মিয়া মুহামমাদ চান,সোয়েব বিল্লাহ রনি,কামাল হোসেন মোল্লা,সাখাওয়াত হোসেন ,আবদুল আউয়াল ,মুহামমাদ মুনসেফ ,মোঃ সুমনও নাঈম মুনসী সহ অনেক কমিউনিটি ব্যক্তিবর্গ।

IMG-20250324-WA0192

পরে বরিশাল বিভাগের কৃতি সন্তান নাফিস বিন হারুন ফ্রান্সে আজান প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করায় বরিশাল বিভাগীয় কমিউনিটির পক্ষ থেকে তাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।