তৌহিদুল করিম মুজাহিদ, লন্ডন থেকে: ন্যায়বিচার, মানবাধিকার এবং সত্যের পক্ষে সোচ্চার কণ্ঠস্বর হিসেবে সর্বাধিক পরিচিত শহীদ ওসমান হাদির বার্তাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে এবং নির্মম হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দোষীদের গ্রেফতারের দাবিতে যুক্তরাজ্য জুড়ে শুরু হয়েছে “মার্চ ফর ইনসাফ” রোড শো। বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে ইনকিলাব মঞ্চ ইউকে যুক্তরাজ্যে জুড়ে এ কর্মসূচি শুরু করেছে।
লন্ডন থেকে যাত্রা শুরু করে ব্রিটেনের সর্বদক্ষিণের শহর পোর্টসমাউথে সমাবেশ ও পথযাত্রার মধ্য দিয়ে মঙ্গলবার প্রথম দিনের কর্মসূচি শুরু করে ইনকিলাব মঞ্চ ইউকে। পরিকল্পনা মোতাবেক যুক্তরাজ্যে বিভিন্ন শহরগুলোতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে প্রথম দিন শেষে মার্চ ফর ইনসাফ ব্রিস্টল ও কার্ডিফের স্হানীয় প্রবাসীদের সাথে নিয়ে সফলভাবে তাদের কর্মসূচি শেষ করে। কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে ব্রিস্টলের ব্রুনেল রাজ রেস্টুরেন্টে এবং সন্ধ্যা ৭টায় কার্ডিফ সিটি সেন্টারে বিবিসি ভবনের সামনে অবস্থান কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। রাতে ব্রিস্টলে রাত্রি যাপনের পর শহীদ ওসমান হাদীর পদাঙ্ক অনুসরণ করে বুধবার বাদ ফজর ব্রিস্টল শাহজালাল জামে মসজিদের মুসল্লী ও স্থানীয় কমিউনিটি লিডারদের সাথে আলোচনা ও মতবিনিময় শেষে দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু করে। পরবর্তী কর্মসূচি সফল করতে বার্মিংহাম, লেস্টার, নটিংহ্যামের উদ্যেশ্যে যাত্রা করে এবং এ শহরগুলিতে স্থানীয় মানুষদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে তাদের কর্মসূচি শেষ করে। ধারাবাহিকী কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার ম্যাঞ্চেস্টার, ওল্ডহাম ও ব্লাকবার্নে এবং শুক্রবার ব্রাডফোর্ড, নিউক্যাসেল ও সান্ডারল্যান্ডে এবং সবশেষে শনিবার এডিনবরা ও স্কটল্যান্ডের সমাবেশ শেষে লন্ডনে ফিরে সোমবার সন্ধ্যা ৬টায় সাংবাদি সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণার মাধ্যমে মার্চ ফর ইনসাফ কর্মসূচির অস্থায়ী সমাপ্তি ঘোষণা করবে।
মার্চ চলাকালীন সময়ে প্রত্যেকটি সমাবেশে ভারতীয় আধিপত্যবাদবিরোধী আইকন, সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় বক্তারা তার ওপর ফ্যাসিস্ট সরকারের চালানো অমানবিক জুলুম-নিপীড়ন ও দেশের জন্য তার ত্যাগের কথা তুলে ধরেন এবং তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। একই সাথে শহীদ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন আয়োজকরা।