লন্ডনে মানবাধিকারকর্মী ও বিশ্বখ্যাত আলোকচিত্রী শহীদুল আলমকে সম্মাননা জানিয়েছে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে। বৃহস্পতিবার সন্ধ্যায় ইস্ট লন্ডনের একটি রেস্টুরেন্টে গণমাধ্যম কর্মীদের প্রতিষ্ঠান বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে আয়োজিত মতবিনিময় সভায় বাংলাদেশের অন্যতম গুণীজন শহিদুল আলমকে সম্মাননা প্রদানের মাধ্যমে সম্মান জানানো হয়।
অনুষ্ঠানে বিশ্বখ্যাত আলোকচিত্রী শহীদুল আলম বলেন, “বাংলাদেশে তিন শ্রেণির মানুষই প্রকৃত হিরো, তারা হলেন, কৃষক-কৃষাণী, গার্মেন্টস শ্রমিক ও প্রবাসীরা। কিন্তু দুঃখের বিষয়, আমরা এযাবৎকালে তাদেরকে যথাযথ মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছি।
তিনি আরো বলেন, এখন সময় এসেছে তাদের যথাযথ মূল্যায়ন করার। অন্তবর্তীকালীন সরকারের সমালোচনা করলেও তিনি আশা হারাননি বলে জানান এই বিশিষ্ট মানবাধিকারকর্মী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস ক্লাবের প্রেসিডেন্ট শাকির হোসাইন, পরিচালনা করেন সেক্রেটারি তৌহিদুল করিম মুজাহিদ। এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রপতির উপদেষ্টা মোখলেসুর রহমান চৌধুরী, ব্যারিস্টার নাজির আহমেদ, ক্লাবের ভাইস প্রেসিডেন্ট জুনায়েত রিয়াজ, সিনিয়র জয়েন্ট সেক্রেটারি মাহবুবা জেবিন, আইটি সেক্রেটারি রাজিব হাসান, পাবলিকেশন সেক্রেটারি আবদুল কাদের জিলানী, ক্লাব সদস্য আব্দুল মোমিন, লেখক ও কলামিস্ট ও বাংলাদেশ লেবার পার্টির যুগ্ম মহাসচিব রাকেশ রহমান সহ অন্যান্য সদস্যরা।
বক্তৃতার শুরুতেই শহীদুল আলম তাকে সম্মান জানানোর জন্য বাংলাদেশ প্রেস ক্লাবকে ধন্যবাদ জানান এবং প্রবাসী সংগঠনগুলোকে বৈষম্যের বিরুদ্ধে সক্রিয় থাকার আহ্বান জানান। শহীদুল আলমের এই বক্তব্যে বাংলাদেশ ও প্রবাসী সমাজে ইতিবাচক আলোচনা তৈরি হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
ফিলিস্তিনের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান জানাতে ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে দুঃসাহসিক অভিযান ফ্লোটিলায় অংশ নেয়া বাংলাদেশের বিশ্বখ্যাত আলোকচিত্রী শহীদুল আলম সম্প্রতি ইসরাইলি সেনাদের হাতে আটক হওয়ার পর মুক্তি পেয়ে তিনি বাংলাদেশে ফিরে যান এবং সেখান থেকে তিনি বৃটেনে আসেন আন্তর্জাতিক বেশ কিছু সেমিনারে অংশ নিতে। আয়োজকদের পক্ষ থেকে তার এই দুঃসাহসিক উদ্যোগকে স্বাগত জানান এবং তার এ সকল ভাল কাজের পাশে থাকার অঙ্গীকার ব্যাখ্যা করেন।