প্যারিস, (ফ্রান্স) থেকে মোঃ কামরুজ্জামান: বিপ্লবী শহীদ ওসমান হাদীর কাঙ্ক্ষিত ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার শপথ নিয়েছেন ফ্রান্স প্রবাসী বাংলাদেশীরা। গতকাল সোমবার সন্ধ্যায় ফ্রান্সের রাজধানী প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্ত্বরে শহীদ ওসমান বিন হাদির হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ শপথ গ্রহণ করেন তারা।
'২৪ এর জুলাই বিপ্লবের অন্যতম সিপাহসালার ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদী হত্যার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ডায়াস্পোরা অ্যালায়েন্স ফ্রান্স শাখা।
সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স, ফ্রান্স এর আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ইফতেশাম। অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব মো. সাফওয়াত হোসেন (রাব্বি রাজ)। সমাবেশে বক্তব্য রাখেন গবেষক ইশতিয়াক আকিব, ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন (এফবিজেএ)’র জয়েন্ট কো-অর্ডিনেটর ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ কামারুজ্জামান, ফরাসি গণমাধ্যম ফ্রান্স টোয়েন্টিফোর-এর অভিবাসন বিষয়ক সাংবাদিক ও এফবিজেএ’র প্রধান মুখপাত্র মোহাম্মদ আরিফ উল্লাহ, গবেষক ও তরুণ রাজনীতিবিদ মনোয়ার হোসেন পাটোয়ারী, ফ্রান্স এনপিপি নেতা মাসরুক আহমেদ, রেজওয়ান হিমেল, শাহপরান শাকিল, সাকিব হোসেন ইবন, মাজহারুল হক তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী ও শহীদ ওসমান হাদী সমর্থক ফোরামের সদস্য সচিব আজাদী আবুল বাশার, অ্যাক্টিভিস্ট মোহাম্মদ হিজবুল্লাহসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সমাবেশে বক্তারা অবিলম্বে ইনকিলাব মঞ্চ ঘোষিত তিন দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান এবং শহীদ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে বিপ্লবী শহীদ ওসমান বিন হাদীর স্বপ্নের "ইনসাফের বাংলাদেশ" প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত যার যার অবস্থান থেকে নিরবচ্ছিন্ন ভূমিকা পালনের অঙ্গীকার করেন।
সভাপতির বক্তব্যে চৌধুরী মোহাম্মদ ইফতেশাম বলেন, “শহীদ হাদির উত্তরসূরি হিসেবে আমরা দেশ ও প্রবাসে আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতা বজায় রাখব। ইনকিলাব মঞ্চের কার্যক্রম আরও বিস্তৃত ও সংগঠিত করতে হবে।” তিনি আরো বলেন, ২৪ এর গত বিপ্লব কেবল ক্ষমতা পরিবর্তনের জন্য হয়নি। ওসমান হাদী হত্যাকাণ্ডের বিচারে আগে নির্বাচন যুগ্ম আহ্বায়ক মনোয়ার পাটোয়ারী তার বক্তব্যে বলেন, “আজাদির সংগ্রামে শহীদ হাদি এক অনন্য অনুপ্রেরণার নাম। আধিপত্যবাদবিরোধী লড়াইয়ে তিনি যুগ যুগ ধরে আমাদের পথ দেখিয়ে যাবেন।” তিনি আরও বলেন, দল-মত থাকবে। কিন্তু, জুলাই প্রশ্নে বিভেদ জাতিকে আবারও গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করে ফেলবে।
অন্যান্য বক্তারা বলেন, ওসমান হাদীর রক্তের বদলা নিতে হলে বাংলাদেশে তার স্বপ্নের ইনসাফ প্রতিষ্ঠা ও ভারতীয় আধিপত্যবাদকে চিরতরে কবর দিতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনের কথা উল্লেখ করে তারা বলেন, শহীদ ওসমান বিন হাদীর হত্যাকারীদের আইনের আওতায় আনার আগে তিনি পদত্যাগ করতে পারেন না, করতে দেয়া হবে না।
সমাবেশে অংশগ্রহণকারী অন্যান্য বক্তারা অভিযোগ করেন, দেশে ও বিদেশে সক্রিয় কিছু ব্যক্তি হত্যাকারীদের রক্ষা করতে নানা বিভ্রান্তিকর গল্প ও নাটক তৈরি করছে। তবে, এসব ষড়যন্ত্র জনগণ ও জুলাই যোদ্ধারা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সমাবেশে উপস্থিত বিক্ষোভকারীদের শহীদ ওসমান বিন হাদীর কাঙ্ক্ষিত ইনসাফের বাংলাদেশ গড়ার শপথ পাঠ করান ফ্রান্স বাংলাদেশ সাংবাদিক এসোসিয়েশনের যুগ্ম সমন্বয়ক ও শহীদ ওসমান হাদী সমর্থক ফোরামের আহ্বায়ক মুহাম্মদ কামারুজ্জামান।
সমাবেশে শহীদ শরীফ ওসমান বিন হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।