ফ্রান্সের প‍্যারিস থেকে মুহাম্মদ নূরুল ইসলাম: টানা ৭ম বারের মত ফ্রান্সে বসবাসরত বাংলাদেশী বাংলাদেশী বংশোদ্ভূত মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা  দিয়েছে  ফ্রান্স প্রবাসীদের জনপ্রিয় সামাজিক সেবা সংঘঠন বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বি সি এফ) ।

প্যারিসের রুই তিয়েরে কুরির একটি অভিজাত তারকা মিলনায়তনে ফ্রান্সে কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ফ্রেঞ্চ কারিকুলামে বাক এ ১০ জন, বিটিএসে ১ জন, অনার্সে ২ জন, মাস্টার্সে ১৫ জন ও ১ জন চিকিৎসক সহ মোট ৩০ জন কৃতি শিক্ষার্থীদের এ সম্মাননা এবং ক্রেস্ট প্রদান করা হয়।

বিসিএফ ভাইস প্রেসিডেন্ট জহিরুল রানা, ফাতেমা তুজ জোহরা,তানিয়া রহমান ও ফারসিনা হোসেনের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত খন্দকার এম তালহা,ডিফেন্স এটাচি ব্রিগে: জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লা (এনডিসি, পিএসসি),দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান ওয়ালিদ বিন কাশেম, মিনিস্টার (কমার্শিয়াল) মিজানুর রহমান,দ্বিতীয় সচিব কে এফ এম শারহাদ শাকিল, বিশিষ্ট রাজনীতিবিদ ও কমিউনিটি ব্যক্তিত্ব এম এ তাহের,আবুল খায়ের লষ্কর,জুনেদ আহমেদ,সাইফুল ইসলাম, ব্যবসায়ী ও সামাজিক সংগঠক ওবায়দুল্লাহ কয়েস, ব্যবসায়ী মিয়া মাসুদ, শহিদুল ইসলাম সহ কমিউনিটির বিশিষ্টজনেরা।

WhatsApp Image 2025-12-01 at 12.13.34 AM

ইউনেস্কোর ৪৩ তম সাধারন পরিষদে সভাপতি নির্বাচিত হওয়ায় ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা, এমসি ইনস্টিটিউট, নারী সংগঠন উইথ দি মাইন্ড এবং নুপুর হক,বাংলাদেশী স্টুডেন্টস এন্ড এলুমুনি এসোসিয়েশন ইন বেলজিয়াম, খালেদ মাহমুদ ও নাট্যকর্মী মোজাম্মেল হোসেন শোয়েবকে অনুষ্ঠানে বিশেষ সংবর্ধনা দেয়া হয়।

বিসিএফ রিইউনিয়ন উপলক্ষে সাংবাদিক মোসাদ্দেক হোসেন সাইফুল সম্পাদিত বিশেষ স্মরনীকা "সহযাত্রী " এর মোড়ক উন্মোচন করেন ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন (এফবিজেএ) সমন্বয়ক মোহাম্মদ মাহবুব হোসাইন,মুখপাত্র মোহাম্মদ আরিফ উল্লাহ,ফ্রান্স-বাংলাদেশ প্রেস ক্লাব সভাপতি ফেরদৌস করিম আখন্জী,সাংবাদিক আবুল কালাম মামুন,ইকবাল জাফর,রাসেল আহমেদ,বাদল পাল,মাসুদ আহমেদ, সাইফুল ইসলাম রনি,আবু বকর আল আমিন, রেজাউল ইসলাম রাজু প্রমুখ।

এ ছাড়া মানবিক কাজে অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশের সাভার উপজেলায় মরহুম ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য কেন্দ্রের সমর্থনে কাজ করা ফরাসি এনজিও সিএফএফ–জিকে সাভারের ফরাসি ডেলিগেশনকে সম্মাননা প্রদান করা হয়।

রাষ্ট্রদূত,দূতাবাস কর্মকর্তাবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ বিভিন্ন পর্যায়ে পাসকৃত শিক্ষার্থী ও গুনীজনদের সম্মাননা এবং ক্রেস্ট তুলে দেন।

আরশী বড়ুয়া মনোমুগ্ধকর বায়োলিনে বাংলাদেশ ও ফ্রান্সের জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে মোটিভেশনাল স্পীচ দিয়ান আশরাফ,ইশতিয়াক আকিব ও ডাক্তার ঐশী খান।

বিসিএফ এর পরিচালক এমডি নুর এর স্বাগত বক্তব্যে কমিউনিটিকে সাথে নিয়ে বিসিএফকে আরও বেশী সমাজসেবামূলক কাজে এগিয়ে যাবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বিসিএফ এর পক্ষ থেকে সংঘঠনটির ভাইস প্রেসিডেন্ট মোজাম্মেল হোসেন এবং সাধারণ সম্পাদক নজমূল কবির বক্তব্য দেন।

অনুষ্ঠানে আগত অতিথিগণ ফ্রান্সে উচ্চশিক্ষায় বাংলাদেশীদের সংখ্যা দিন দিন বাড়ছে দেখে আনন্দ প্রকাশ করেন এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে মেধাবীদের ভূমিকা রাখার আহবান জানান ।

সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন সোমা দাস, জিএম শরিফুল ইসলামের পরিচালনায় নৃত্য পরিবেশনায় ছিলো সৃজনশীল, Mme Audrey এর পরিচালনায় বিশেষ নৃত্য পরিবেশন করে ফ্রেন্স ড্যান্স গ্রুপ।