DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

প্রবাস

আইরিশ বাংলাদেশ ফ্রান্সের ইফতার ও দোয়া অনুষ্ঠিত

সংগঠনের সাধারণ সম্পাদক পারভেজ আলম শিশির ও সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব‍্যবসায়ী কবির আহমেদ।

অনলাইন ডেস্ক
upendra-dwivedi-20250309093739

ফ্রান্সের প‍্যারিস থেকে মুহাম্মদ নূরুল ইসলাম: আইরিশ বাংলাদেশ ফ্রান্স কর্তৃক আয়োজিত আজকের ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ কবির হোসেন পাটোয়ারী ।

সংগঠনের সাধারণ সম্পাদক পারভেজ আলম শিশির ও সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব‍্যবসায়ী কবির আহমেদ।

ফেনী জেলার প্রবাসী নেতা ও সমাজসেবক ইলিয়াস কাজল, সমাজসেবক ও ব্যবসায়ী মোহাম্মদ মশিউর রহমান, বিশিষ্ট সমাজসেবক ও ব‍্যবসায়ী মোহাম্মদ দেলোয়ার খান, বিশিষ্ট সমাজসেবক ও ব‍্যবসায়ী মোহাম্মদ আলম খান, সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ তায়েফ আহমেদ, মোহাম্মদ রুবেল ভূইয়া, মোহাম্মদ রাশেদ প্রমুখ ।

দেশ-প্রবাস ও জাতীর কল্যাণে কাজ করার জন‍্য বিভিন্ন জেলার প্রবাসীদের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি কথা উল্লেখ করা হয়। প্রধান অতিথিসহ সকল অতিথিবৃন্দ কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান ।

বিশেষ করে প্রবাসীদের অধিকার নিয়ে নানান কর্মসূচির কথাও উল্লেখ করা হয়। সর্বশেষে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয় ।