ইতালিতে অবৈধ অভিবাসন রোধে চলমান অভিযানের অংশ হিসেবে চারজন বাংলাদেশি নাগরিককে ‘জোরপূর্বক নিজ দেশে ফেরত’ পাঠানোর খবর পাওয়া গেছে।

তারা হলেন- মোহাম্মদ তরিকুল ইসলাম, আব্দুল মান্নান খালাসি, মেহেদী মিয়া ও এমডি সায়েম। বৃহস্পতিবার রোম ও আশপাশের এলাকা থেকে তাদের আটক করা হয়।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যানুসারে, গত সপ্তাহে মোট ১৮৪ জন অনিবন্ধিত অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে, যাদের মধ্যে চারজন বাংলাদেশি।

প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্নের পর লিওনার্দো দা ভিঞ্চি–ফিউমিচিনো বিমানবন্দর থেকে ঢাকাগামী ফ্লাইটে তাদের দেশে ফেরত পাঠানো হয়। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তা তত্ত্বাবধান করেন।

ইতালির প্রশাসন জানায়, বৈধ বসবাসের কাগজপত্র না থাকা ও অভিবাসন আইন লঙ্ঘনের কারণে তাদের বিরুদ্ধে প্রত্যাবাসন সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। সাম্প্রতিক সময়ে দেশজুড়ে অবৈধভাবে অবস্থানকারীদের শনাক্তে অভিযান জোরদার করা হয়েছে বলেও জানানো হয়।

মঙ্গলবার ঢাকায় ইতালির দূতাবাসের ফেইসবুক পেইজে জানানো হয়, “৩১ অক্টোবর ইতালির কর্তৃপক্ষ চারজন বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে, যাদের ইতালিতে থাকার অনুমতি ছিল না। তাদের মধ্যে দুজন এক মাস আগে লিবিয়া থেকে ভিসা ছাড়াই ইতালিতে প্রবেশ করেছিলেন।

“২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত ১২০ জনের বেশি বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। মানবপাচারকারী, দালাল বা ভুয়া ভিসার মাধ্যমে ইতালিতে প্রবেশ অবৈধ এবং এর ফলে তাৎক্ষণিক প্রত্যাবাসন প্রক্রিয়া কার্যকর করা হয়।”

তবে রোমে বাংলাদেশ দূতাবাস এখনো এ বিষয়ে কোনো ‘আনুষ্ঠানিক তথ্য পায়নি’ বলে জানিয়েছেন দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী।

প্রবাসী বাংলাদেশিদের সবসময় বৈধ কাগজপত্র সঙ্গে রাখা এবং ভিসা সংক্রান্ত প্রতারণা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।