গত শুক্রবার, ৬ জুন ২০২৫, টরন্টোর ডেন্টোনিয়া পার্কে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য্য পরিবেশের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আযহার এক বৃহৎ ও সফল ঈদ জামাত। বাংলা ভাষাভাষী প্রবাসী মুসলমানদের উদ্যোগে ও ডেনফোর্থ ইসলামিক সেন্টারের ব্যবস্থাপনায় আয়োজিত এই খোলা মাঠের ঈদ জামাতে প্রায় ১০ হাজার মুসল্লি অংশগ্রহণ করেন। নারী মুসল্লিদের জন্য ছিল সুসজ্জিত ও পৃথক ব্যবস্থা।

ঈদ জামাতে অংশ নেয়া কানাডার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিগণ তাদের বক্তব্যে বলেন, ঈদুল আযহা আমাদের শেখায় ত্যাগ, সহানুভূতি ও আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য। ডেন্টোনিয়া পার্কে প্রতিবছরের এই ঈদ জামাত আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এটি শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি পারস্পরিক শ্রদ্ধা ও গর্বের একটি উৎসব। এই ঈদ জামাত একটি অনন্য উদাহরণ, যেখানে বিশ্বাস, ঐক্য ও নেতৃত্ব একত্রে কাজ করেছে। এটি দেখিয়ে দেয় কীভাবে ধর্মীয় অনুষ্ঠানগুলো সামাজিক একতা গড়ে তুলতে পারে। এই ঈদ জামাত আমাদের বৈচিত্র্যময় কানাডিয়ান সমাজের সৌন্দর্যকে তুলে ধরে। এই বিশাল আয়োজন আমাদের সামাজিক সম্প্রীতির প্রতিচ্ছবি। মুসলিম কমিউনিটির এই অবদান আমাদের শহরকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করে তুলছে। এই আয়োজনে আমরা সকল অংশগ্রহণকারী ও ভলান্টিয়ারদের প্রতি শ্রদ্ধা জানাই।

ঈদ জামাতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ফেডারেল এমপি ন্যাথানিয়েল এরিকসন স্মিথ, এমপিপি ডলি বেগম, বিচেস ইস্ট-ইওর্ক ১৯নং ওয়ার্ড কাউন্সিলর ব্রাড ব্র্যাডফোর্ড, স্কারবরো সাউথ ওয়েস্ট সিটি কাউন্সিলর পার্থি কান্দাভেল, ফেডারেল এমপি বিল ব্লায়ারের পক্ষ থেকে বক্তব্য রাখেন- সারওয়ার চৌধুরী।

ব্যারিস্টার ওয়াসিম আহমদের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন- ডেনফোর্থ ইসলামিক সেন্টারের প্রেসিডেন্ট নাজমুল হুদা। ঈদ জামাতে খুতবা প্রদান ও নামাজ পরিচালনা করেন- ডেনফোর্থ ইসলামিক সেন্টারের খতিব ইরশাদ ওসমান।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- ঈদ জামাত পরিচালনা কমিটির সভাপতি হেলাল চৌধুরী, ডেনফোর্থ ইসলামিক সেন্টারের ইমাম হাফেজ মাওলানা ফারুক আহমদ।

ফেডারেল এমপি ন্যাথানিয়েল এরিকসন স্মিথ তার বক্তব্যে বলেন, আমি বিগত ১২ বছর ধরে এই জামাতে এসে উপস্থিত হচ্ছি আমি অত্যন্ত আনন্দিত। এই সুশৃংখল ঈদ জামাত আয়োজনকারী ডেনফোর্থ ইসলামিক সেন্টারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি এই আয়োজনের কাজকর্মে অংশগ্রহণ করতে চাই সহযোগিতা করতে চাই।

ঈদ জামাতে মেইন এন্ড ডেনফোর্থে নতুন মসজিদ প্রতিষ্ঠায় সহযোগিতা করার জন্যে উপস্থিত মসুল্লি ও কানাডার সর্বস্থরের কমিউনিটির মুসলমানদের প্রতি আহবান জানানো হয়।