ইসলামিক মিশন জাপান নাগোয়া উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য সিরাতুন্নবী ﷺ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার নাগোয়া সিটির একটি অডিটরিয়ামে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

533190542_1169823405182622_7675680575465246950_n


অনুষ্ঠানের সূচনা হয় সকাল ১১টায় শিশুদের কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার মধ্য দিয়ে। বিভিন্ন বয়সের এবং বিভিন্ন দেশের শিশু-কিশোর প্রতিযোগীরা এতে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার মধ্য দিয়ে পুরো অনুষ্ঠান প্রাঙ্গণে এক আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হয়।
মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে ফ্যাসিস্ট সরকারের জুলুমের শিকার, টানা ৮ বছর "আয়নাঘরে" বন্দি থাকা ব্যারিস্টার আহমেদ বিন কাশেম (আরমান)। তাঁর উপস্থিতি প্রবাসী মুসলিম কমিউনিটির মধ্যে বিশেষ উদ্দীপনা সৃষ্টি করে।

533240686_1169823558515940_6064349639987523168_n

মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি হাফেজ মাওলানা সাবের আহমেদ।
তিনি রাসূলুল্লাহ ﷺ এর জীবনাদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন এবং প্রবাসী মুসলমানদের দ্বীনি দায়িত্বের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।

534392689_1169823241849305_5720616769939519049_n

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় পরামর্শ সভার সদস্য শাহ আলম শিকদার। অনুষ্ঠান পরিচালনা করেন নাগোয়া উত্তর শাখার সভাপতি ড. শাহরিয়ার কামাল।
সিরাত মাহফিলে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি ইঞ্জিঃ আব্দুল্লাহ আল মারুফ এবং ইসলামিক মিশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ আলাউদ্দিন।

533490598_1169823295182633_5780814755130837068_n


শিশুদের কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী এ মাহফিলের সমাপ্তি হয়।
প্রোগ্রামের সমাপনি ঘোষণা করেন নাগোয়া দক্ষিণ শাখার সভাপতি আজিম আলম ভুঁইয়া।