আরটিভির সিনিয়র রিপোর্টার অরন্য গফুর ও সাব এডিটর মাহফুজ উদ্দিন খানকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। গতকাল সোমবার বিএফইউজের ভারপ্রাপ্ত সভপতি ওবায়দুর রহমান শাহিন, মহাসচিব কাদের গনি চৌধুরী ও ডিইউজে সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম এক যুক্ত বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরটিভিতে অন্যায়ভাবে দুইজন সাংবাদিকের চাকরিচ্যুতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে আরটিভি কর্তৃপক্ষ দুইজন সাংবাদিককে চাকরিচ্যুত করেছে। ফ্যাসিস্ট আমলের নীতি অনুসরণ করে আরটিভি কর্তৃপক্ষ যাদের টার্মিনেশন করেছে এবং যে অভিযোগ আনা হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে তাদের চাকরিতে পুনর্বহালের দাবি জানান। অন্যথায় পরবর্তী যেকোনো পরিস্থিতির জন্য এককভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়ী থাকবে।