নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি (নৌ) পদে ৪৩০ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী। এর মধ্যে ৪০০ জন পুরুষ ও ৩০ জন নারী। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আজ ৫ তারিখ শেষ হচ্ছে আবেদনের সময়।

পদের নাম: ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল)।

পদসংখ্যা: ২৮০টি (পুরুষ)।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি (বিজ্ঞান)/সমমান (মাদ্রাসা (বিজ্ঞান), ভোকেশনালসহ)।

শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬৭.৫ সেন্টিমিটার।

পদের নাম: রেগুলেটিং।

পদসংখ্যা: ১২টি (পুরুষ), ৮টি (মহিলা)।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি (বিজ্ঞান)/সমমান [মাদ্রাসা (বিজ্ঞান), ভোকেশনালসহ]।

শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৭২.৫ (পুরুষ), ১৬০.০২ (মহিলা)।

পদের নাম: রাইটার।

পদসংখ্যা: ১৮টি (পুরুষ), ৪টি (মহিলা)।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি (বিজ্ঞান)/সমমান [মাদ্রাসা (বিজ্ঞান), ভোকেশনালসহ]।

শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬২.৫ (পুরুষ), ১৫৭.৪৮ (মহিলা)।

পদের নাম: স্টোর।

পদসংখ্যা: ১৪টি (পুরুষ), ৪টি (মহিলা)

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি (বিজ্ঞান)/সমমান [মাদ্রাসা (বিজ্ঞান), ভোকেশনালসহ]।

শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬২.৫ (পুরুষ), ১৫৭.৪৮ (মহিলা)।

পদের নাম: মিউজিশিয়ান।

পদসংখ্যা: ৮টি (পুরুষ)।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি (বিজ্ঞান)/সমমান [মাদ্রাসা (বিজ্ঞান), ভোকেশনালসহ]।

শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬২.৫ (পুরুষ)।

পদের নাম: মেডিকেল।

পদসংখ্যা: ১০টি (পুরুষ), ৬টি (মহিলা)।

শিক্ষাগত যোগ্যতা: জীববিজ্ঞানসহ ন্যূনতম এসএসসি (বিজ্ঞান)/সমমান।

শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬২.৫ (পুরুষ), ১৫৭.৪৮ (মহিলা)।

পদের নাম: কুক।

পদসংখ্যা: ২৫টি (পুরুষ)।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান (মাদ্রাসা, ভোকেশনালসহ)।

শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬২.৫ (পুরুষ)।

পদের নাম: স্টুয়ার্ড।

পদসংখ্যা: ১০টি (পুরুষ), ৮টি (মহিলা)।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান (মাদ্রাসা, ভোকেশনালসহ)।

শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬২.৫ (পুরুষ), ১৫৭.৪৮ (মহিলা)।

পদের নাম: টোপাস।

পদসংখ্যা: ১৫টি (পুরুষ)।

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।

শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬২.৫ (পুরুষ)।

পদের নাম: এমওডিসি (নৌ)।

পদসংখ্যা: ৮টি (পুরুষ)।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান (মাদ্রাসা, ভোকেশনালসহ)।

শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬৭.৫ (পুরুষ)।

আবেদন ফি: ৩০০ টাকা

বেতন ও ভাতা: সশস্ত্র বাহিনীর বেতনকাঠামো অনুযায়ী।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে এখানে ঘুরে আসুন

আবেদনের সময়সীমা: ৫ অক্টোবর, ২০২৫ পর্যন্ত।