বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ইতালি। এ লক্ষে মঙ্গলবার (৬ মে) দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হতে পারে।
সোমবার (৫ মে) ঢাকায় সফররত দেশটির স্বরাষ্ট্র মন্ত্রী মাত্তেও পিয়ান্তেদাসির সঙ্গে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে এক বৈঠকে এ বিষয়ে কথা বলেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ থেকে দক্ষ এবং অদক্ষ দুই ধরনের শ্রমিক নেওয়ার বিষয়েই আলোচনা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ও ইতালির মধ্যে মাইগ্রেশন অ্যান্ড মবিলিটি বিষয়ক সমঝোতা স্মারক সই হবে।
সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী ও ইতালির স্বরাষ্ট্র মন্ত্রী মি. মাতিও পিয়ান্তিদোসিসহ অনান্যরা।
এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব মো. সারওয়ার গণমাধ্যমকে বলেন, ইতালির সঙ্গে দীর্ঘদিন ধরে আমাদের যোগাযোগ চলছে একটা চুক্তির বিষয়ে। আজ বৈঠকে বিষয়টি সুরাহা হয়েছে। মঙ্গলবার এই চুক্তি সই হওয়ার কথা রয়েছে।
তিনি আরও জানান, ইতালি সরকার বাংলাদেশ থেকে বিভিন্ন খাতে কর্মী নেবে। পাশাপাশি ট্যালেন্ট পার্টনারশপের আওতায় আইটি খাতসহ বিভিন্ন পেশায় দক্ষ খাতে লোক নেবে।
উল্লেখ্য, ইতালি, লিবিয়ার মতো দেশগুলোতে যেতে প্রতিবছর জীবনের ঝুকি নিয়ে নৌপথে যাত্রা শুরু করেন শ্রমিকেরা। কেউ কেউ পৌঁছাতে পারেন আবার কেউ অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক হোন আবার অনেকে সাগরে মৃত্যু বরন করেন।
সংশ্লিষ্টরা বলছেন, চুক্তি হলে শ্রমিকদের আর অবৈধ পথে যেতে হবে না।