নাটোরে মেধা ও যোগ্যতার ভিত্তিতে জেলা পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ২৪ জন নিয়োগ পেয়েছেন। বৃহস্পতিবার রাত নয়টায় নাটোর পুলিশ লাইন্সের ড্রিল শেডে প্রাথমিকভাবে নিয়োগপ্রাপ্ত ২৪ জনের ফলাফল ঘোষণা করেন পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মোহাম্মদ আমজাদ হোসাইন।

এ সময় পুলিশ সুপার বলেন, সম্পূর্ণ দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। নিয়োগপ্রাপ্তদের উচিৎ দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সততা ও নিষ্ঠার সাথে মানুষের কল্যাণে সর্বদা কাজ করা। তাদের উচিৎ, বাবা-মা এবং বাড়ির অন্যান্য সদস্যদের যথাযথ দায়িত্ব পালন করা।

নাটোর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী’র সঞ্চাচালনায় এই অনাড়ম্বর ফলাফল ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নিয়োগ বোর্ডের সদস্য সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজরান রউফ এবং বগুড়া ডিএসবি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আতোয়ার হোসেন।

স্বচ্ছতা এবং নিরপেক্ষতার সাথে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় নিয়োগ বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নিয়োগপ্রাপ্তদের মধ্যে বক্তব্য রাখেন, আনিকা তাবাসসুম, সিমলা খাতুন, আল শাহরিয়ার অনিক এবং তাদের অভিভাবকবৃন্দ।

ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে পর্যায়ক্রমিক পরীক্ষার প্রথম দিনে এক হাজার ৭শত ৮১ জন প্রার্থীর শারীরিক মাপ এবং কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। যাচাই বাচাই শেষে গত ১৩ মে লিখিত পরীক্ষায় অবত্তীর্ণ ২৯০ জনের উত্তরপত্র কোডিং এর মাধ্যমে প্রেরণ করে পুলিশ হেডকোয়াটারে মূল্যায়ন করা হয়। লিখিত পরীক্ষায় অবত্তীর্ণ ৩১ জনকে দিন ব্যাপী মৌখিক পরীক্ষায় আমন্ত্রণ জানানো হয়। এই ৩১ জনের মধ্যে ২৪ জন চুড়ান্তভাবে উত্তীর্ণ হন এবং পরে উত্তীর্ণদের সকলকে পুলিশ পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।