রংপুর জেলার কাউনিয়া উপজেলার মেহরাব হক। তিনি বাংলাদেশ নেভাল একাডেমি আয়োজিত গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ শেষে কৃতিত্বপূর্ণ প্রশিক্ষণের জন্য এবং সব বিষয়ে উচ্চ নৈপুণ্যের জন্য "নৌপ্রধান স্বর্ণপদক" লাভ করেছেন। বি-ব্যাচ, ২২ এর মোট ৪৪ জন নবীন কর্মকর্তার মধ্যে মেহরাব দ্বিতীয় স্থান লাভ করেন। তিনি উপজেলার টেপামধুপুর ইউনিয়নের পশ্চিম রাজীব ওয়ার্ডের মোঃ মোজাম্মেল হক মিল্লাত এর জেষ্ঠ পুত্র।
গত রোববার সকালে চট্টগ্রামের বাংলাদেশ নেভাল একাডেমিতে এই পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এছাড়া অনুষ্ঠানে তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, স্থানীয় বিশিষ্টজন ও নবীন কর্মকর্তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
কুচকাওয়াজ শেষে নবীন কর্মকর্তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার শপথ নেন।
আইএসপিআর (আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর) সূত্রে এসব তথ্য জানা যায়।