বাংলাদেশ
এটিএম আজহারের মুক্তির দাবি
আজ লালদীঘি সমাবেশ সফল করার আহ্বান জামায়াত নেতৃবৃন্দের
মজলুম জননেতা এটিএম আজহারের মুক্তির দাবিতে আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামের লালদীঘি ময়দানে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল সফল করার লক্ষ্যে জরুরি দায়িত্বশীল সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানা। গতকাল সোমবার সকাল ৭টায় চকবাজারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
Printed Edition
মজলুম জননেতা এটিএম আজহারের মুক্তির দাবিতে আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামের লালদীঘি ময়দানে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল সফল করার লক্ষ্যে জরুরি দায়িত্বশীল সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানা। গতকাল সোমবার সকাল ৭টায় চকবাজারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে বিচারিক কার্যক্রমসমূহ সারা বিশ্বে বিতর্কিত, প্রশ্নবিদ্ধ ও প্রত্যাখ্যাত। স্বৈরাচারের আমলে গ্রেফতার এটিএম আজহারুল ইসলামকে কারাগারে আটক রাখা তার প্রতি চরম জুলুম ও অন্যায় ছাড়া আর কিছুই নয়। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে তাকে এখনো আটক রাখায় জাতি বিস্মিত ও হতবাক। দেশবাসী স্বৈরাচারের কবল থেকে পরিপূর্ণভাবে মুক্তি চায়। এই পরিস্থিতিতে এটিএম আজহারুল ইসলামকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। তিনি চট্টগ্রামবাসীকে আগামীকালের লালদীঘির বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল সফল করতে দলে দলে যোগদানের আহ্বান জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানা আমীর আহমেদ খালেদুল আনোয়ারের সভাপতিত্বে ও চকবাজার থানা সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরীর সঞ্চালনায় আরও বক্তব্য দেন চকবাজার থানার নায়েবে আমীর আবদুল হান্নান, থানা কর্মপরিষদ সদস্য এরশাদুল ইসলাম, মাওলানা খালেদ জামাল ও আবদুর রাকিব, জামায়াত নেতা আমজাদ হোসাইন প্রমুুখ।