লক্ষ্মীপুরে সংবাদদাতা : ঢাকা আলিয়া মাদরাসার সাবেক ভিপি, ঢাকাস্থ লক্ষ্মীপুর ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা পল্টন থানা জামায়াতে ইসলামীর নিবেদিত প্রাণ বিশিষ্ট রুকন নুর নবী জনি (৫৩) গত মঙ্গলবার গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তিকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গত বুধবার জোহরের নামাযের পর জানাযা শেষে মরহুম কে লক্ষীপুর সদর উপজেলার বসিক পুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ও লক্ষ্মীপুর সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড রেজাউল করিম, লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির মাষ্টার রুহুল আমিন ভূঁইয়ার, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী আ না ম আবুল খায়ের, সাবেক সেক্রেটারি ফারুক হোসেন নুরনবীসহ সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন মাহমুদ ও এডভোকেট মহসিন কবির মুরাদ সহ স্থানীয় নেতৃবৃন্দ।
বাংলাদেশ
শোক সংবাদ
ঢাকা আলিয়া মাদরাসার সাবেক ভিপি, ঢাকাস্থ লক্ষ্মীপুর ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা পল্টন থানা জামায়াতে ইসলামীর নিবেদিত প্রাণ বিশিষ্ট রুকন নুর নবী জনি