নতুন ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের’ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, আলিয়া ও কওমি মাদরাসার শিক্ষার্থীরা রয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৪ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন সংগঠনটির আহ্বায়ক আবু বাকের মজুমদার ও মুখ্য সংগঠক তাহমীদ আল মোদ্দাসসীর চৌধুরী।

আবু বাকের মজুমদার বলেন, আমরা দীর্ঘদিন এই সংগঠন তৈরির জন্য কাজ করেছি। শিক্ষার্থীদের সঙ্গে মিশেছি। নতুন বাংলাদেশে ছাত্ররাজনীতি কেমন হতে পারে, আমরা সে বিষয়ে মতামত নিয়েছি। আমরা দেখেছি, শিক্ষার্থীরা লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি চায় না। তাই আমরা সিদ্ধা নিয়েছি, আমাদের সংগঠন কারও লেজুড়বৃত্তি করবে না। আমাদের সংগঠনের কাউন্সিলে ‘বটম টু টপ অ্যাপ্রোচে’ নেতা নির্বাচন করা হবে। তিনি বলেন, আমাদের সংগঠনে কেন্দ্রীয় নেতৃত্বে সর্বোচ্চ বয়সসীমা থাকবে ২৮ বছর। এছাড়া অন্যান্য কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ভর্তি থেকে ৭ বছর পর্যন্ত রাজনীতি করতে পারবেন। আমরা নারীদের একটি কমফোর্ট দেয়ার রাজনীতির কথা বলছি। সেকারণে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া নারীরাও আমাদের এই কমিটিতে আসছেন।

গণতান্ত্রিক ছাত্র সংসদের কমিটি ঘোষণাকে কেন্দ্রকরে হাতাহাতি-মারামারির ঘটনা প্রসঙ্গে আবু বাকের মজুমদার দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, গতকাল কমিটি ঘোষণার আগেই তারা একটি উত্তেজনাময় পরিবেশ তৈরি করে। অথচ আমরা রাজনৈতিকভাবে সচেতন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদরাসা নিয়ে কমিটি করি। কিন্তু এখানে ভুল বোঝাবুঝি হয়েছে। আবু বাকের মজুমদার আরও বলেন, আহ্বায়ক কমিটিতে তো হাজার হাজার লোক রাখা সম্ভব না। আহ্বায়ক কমিটি বিভিন্ন ইউনিটভিত্তিক কমিটি গঠন করবে। এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। সেকারণে অন্তত ৬ মাস প্রয়োজন।