দৈনিক সংগ্রামের রাজশাহী বিভাগীয় সংবাদদাতা সম্মেলন আজ রোববার দুপুরে বগুড়ার ঐতিহ্যবাহী স্কাইভিউ চাইনিজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। দৈনিক সংগ্রামের জেনারেল ম্যানেজার আবুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন পত্রিকার সার্কুলেশন ম্যানেজার এমদাদুল হক, বিজ্ঞাপন ম্যানেজার আসহাবুল আফতাব, সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা শহীদুল ইসলাম, পাবনা জেলা সংবাদদাতা রফিকুল আলম রঞ্জু, চাঁপাই নবাবগঞ্জ জেলা সংবাদদাতা আশরাফুল আলম সিদ্দিকী, নওগাঁ জেলা সংবাদদাতা আহাদ আলী, জয়পুরহাট জেলা সংবাদদাতা মাশরেকুল আলম, নাটোর জেলা সংবাদদাতা জুবায়ের হোসেন, বগুড়া অফিস প্রধান মোস্তফা মোঘল, সংবাদদাতা ও বিজ্ঞাপন প্রতিনিধি আব্দুল ওয়াদুদ।

সভাপতির বক্তব্যে পত্রিকার জেনারেল ম্যানেজার আবুল হোসেন চৌধুরী বলেন, দৈনিক সংগ্রাম শুধুমাত্র একটি পত্রিকা নয়। দৈনিক সংগ্রাম আমাদের স্বপ্নের কল্যাণ রাস্ট্র গঠন আন্দোলনের বলিষ্ঠ হাতিয়ার। নিত্যদিনের ঘটনার সত্য সংবাদ পাঠকের কাছে পৌঁছানোর পাশাপাশি দৈনিক সংগ্রাম একটি মানবিক গুনাবলী সম্পন্ন জাতি গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কাঙ্খিত লক্ষ্যে পৌঁছার আগমুহুর্ত পর্যন্ত আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে। তিনি দৈনিক সংগ্রামের উন্নয়নে জেলা সংবাদদাতাদেরকে আরও উদ্যমী হয়ে কাজ করার আহ্বান জানানোর পাশাপাশি পরিবর্তিত পরিস্থিতিতে বিজ্ঞাপন এবং সার্কুলেশন বৃদ্ধিতে বিশেষ নজর দিতে বিশেষ অনুরোধ জানান।

এর আগে শনিবার রাতে বগুড়ায় পত্রিকার এজেন্ট এবং হকার্স নেতাদের সাথে মতবিনিময় সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী আকবরিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টে আয়োজিত মতবিনিময় সভায় স্থানীয় সকল হকার্স সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রথম সারির এজেন্টবৃন্দ উপস্থিত ছিলেন।