বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং দৈনিক সংগ্রামের বিশেষ প্রতিনিধি ও চীফ রিপোর্টার মরহুম রুহুল আমিন গাজীর ১ম মৃত্যুবার্ষিকী আজ। ২০২৪ সালের এই দিনে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউয়ন বিএফইউজে এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে রুহুর আমিন গাজীর মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরী ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন আজ ২৪ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় (আবদুস সালাম হল) স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বিএফইউজে ও ডিইউজের উদ্যোগে আয়োজিত এ সভায় মরহুমের সহকর্মী সাংবাদিক ও পেশাজীবী নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
রুহুল আমিন গাজী জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউর সিনিয়র সদস্য ছিলেন। তিনি সাংবাদিকদের দাবি দাওয়ার আন্দোলনে সামনের সারিতে থাকতেন। এর পাশাপাশি পেশাজীবী নেতা হিসেবে জাতীয় পর্যায়ের আন্দোলনগুলোতেও থাকতেন এগিয়ে। বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তার ভূমিকা ছিল অনন্য। রুহুল আমিন গাজী পেশা সম্পর্কিত অনেকগুলো সংগঠনের পাশাপাশি বেশ কিছু সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। এর মধ্যে সাংবাদিক হাউজিং সোসাইটির সভাপতি, ফিল্ম সেন্সর বোর্ডের মেম্বার, সপ্তম নিউজপেপার ওয়েজবোর্ড মনিটরিং টিমের মেম্বার, ঢাকা ওয়াসা বোর্ডের মেম্বার, শিশু কল্যাণ ট্রাস্টের মেম্বার এবং প্রেস ইন্সটিটিউটের মেম্বার ছিলেন।
তিনি ১৯৫৬ সালের ১২ নবেম্বর চাদপুর সদরের গোবিন্দিয়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মৌলভী কফিল উদ্দিন, মাতা আয়েশা খাতুন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সাংবাদিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের ৪র্থ বারের মতো সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।